স্বস্তি-অস্বস্তির দোলাচলে স্কালোনি
দল জিতেছে। উঠেছে কোয়ার্টার ফাইনালে, কিন্তু জয় আসেনি অনায়াসে। তাই শিষ্যদের পারফরম্যান্স নিয়ে স্বস্তি-অস্বস্তির দোলাচলে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
অস্ট্রেলিয়া ম্যাচ একচেটিয়া আধিপত্য ছিল আর্জেন্টিনার। আক্রমণের পসরা সাজিয়ে এগিয়ে যায় ২-০ গোলে। কিন্তু শেষতক জয় আসে ২-১ ব্যবধানে এবং শেষ মুহূর্তে আর্জেন্টাইন শিবিরে ভীতি ছড়িয়েছিল সকারুরা। ম্যাচের শেষ মিনিটে প্রতিপক্ষের আক্রমণ রুখে দিলে দলকে জয় উপহার দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
শিষ্যদের এমন জয়ের পর স্কালোনির প্রতিক্রিয়া ছিল এমন, ‘আমরা সন্তুষ্ট। ম্যাচটি খুব কঠিন ছিল। তারা খুব শ্বাসরুদ্ধকর চাপে ফেলেছিল, শারীরিকভাবে তারা আমাদের চেয়ে বেশি পরিপূর্ণ ছিল। এটা প্রথমার্ধে প্রভাব ফেলেছিল, যা কাটিয়ে উঠতে সাহায্য করে লিও (মেসি)। এরপর আমরা উন্নতি করেছি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে।’
আর্জেন্টাইন কোচ যোগ করেন, ‘হাফটাইমে আমরা কিছু ভুল শুধরে নিয়েছি। তবে পার্থক্য আরও বাড়াতে পারলে দলবে শেষ মিনিটগুলোতে ভুগতে হতে না। সবমিলে আমরা একটি সাধারণ বিশ্বকাপ ম্যাচ খেলেছি। আমি জানি না জয়ের ব্যবধান ছোট ছিল কিনা, তবে আমরা এভাবে শেষ করার পরিস্থিতিতে ছিলাম না। যদি ২-০ তে শেষ হতো, তাহলে এটি খারাপ ছিল না।’
শিষ্যদের ফুটবল জ্ঞান সম্পর্কে স্কালোনি বলেন, ‘তারা বোঝে ফুটবল কি: আপনাকে কিছু মুহূর্ত অতিক্রম করতে হবে, এমন কিছু মুহূর্ত আছে যখন আপনি খেলায় আধিপত্য বিস্তার করেন, এমন মুহূর্ত আছে যখন আপনাকে আক্রমণে যেতে হবে, চাপ দিতে হবে, দৌঁড়াতে হবে, ঘামের শেষ ফোঁটা দিতে হবে। আবার এমন কিছু মুহূর্ত আছে যখন আপনাকে আত্মরক্ষা করতে হবে।’
স্বস্তি-অস্বস্তির দোলাচলে থাকলেও দিনশেষে মেসিদের ওপর পূর্ণ আস্থা রয়েছে স্কালোনির, ‘ম্যাচে সব ক্ষেত্রেই দল বোঝে তাদের কী করতে হবে। তারা জানে প্রতিটি ম্যাচ কীভাবে খেলা যায়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে (কাতারে) আসাটা রোমাঞ্চকর, মনে হচ্ছে আমরা আর্জেন্টিনায় খেলছি। ছেলেদের এভাবে খেলতে দেখা অবিসম্মরনীয়, লিওকে এভাবে খেলতে দেখা। সত্যিই অনন্য মুহূর্ত।’
এমএমএ/