সেমিতে উঠার চ্যালেঞ্জে ডি মারিয়াকে পাওয়ার আশা
বিশ্বকাপে আরও একধাপ এগিয়ে গেছে আর্জেন্টিনা। লা আলবিসেলেস্তেদের সামনে এখন সেমিফাইনালে উঠার চ্যালেঞ্জ। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হল্যান্ড। শেষ আটের ম্যাচে অ্যাঞ্জেল ডি মারিয়াকে পাওয়ার আশা আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির।
যে লুসাইল আইকনিক স্টেডিয়ামে অঘটনের জন্ম দিয়ে বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা, সেই ভেন্যুতে ফিরছেন লিওনেল মেসিরা। সেখানে আগামী শনিবার রাত ১টায় (বাংলাদেশ সময়) হল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
যেহেতু হাতে পর্যাপ্ত সময় আছে, তাই কোয়ার্টারে উইঙ্গে ডি মারিয়াকে পেতে আশাবাদী স্কালোনি। শনিবার রাতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে শেষ আটের ম্যাচে আর্জেন্টাইন উইঙ্গারকে পাওয়া যাবে কিনা।
জবাবে স্কালোনি বলেন, ‘আসুন আশা করি সে থাকবে। আজ (শনিবার অস্ট্রেলিয়া ম্যাচে) সে খেলার মতো অবস্থায় ছিল না। তাকে বদলি হিসেবে নামানোরও প্রয়োজন ছিল না। যত দিন যাবে, সে উন্নতি করতে পারবে। আমি আশা করি সে (হল্যান্ড) ম্যাচে নামতে পারবে।’
উল্লেখ, গ্রুপপর্বে পোল্যান্ডের বিপক্ষে দলের সবশেষ ম্যাচে উরুর ইনজুরিতে পড়েন আর্জেন্টাইন উইঙ্গার। সেই চোটের কারণেই বিশ্বকাপের বাকি অংশে খেলা নিয়ে শঙ্কায় ডি মারিয়া।
আরএ/