হাজারতম ম্যাচে ম্যারাডোনাকে ছাড়িয়ে মেসি
ম্যারাডোনা ও মেসি দুই সময়ের দুই ভুবন সেরা ফুটবলার। দুজনেই আর্জেন্টিনার। বিশ্বে আজ যে আর্জেন্টিনার কোটি কোটি সমর্থক, তার পেছনে রয়েছে এই দুই খেলোয়াড়ের অন্যান্য শৈল্পিক ফুটবল প্রদর্শনী। অনেকেই যেমন ম্যারাডোনার জন্য আর্জেন্টিনাকে সমর্থন করেন, তেমনি মেসির জন্যও। ম্যারাডোনার হাতে বিশ্বকাপ ফুটবলের শিরোপা উঠলেও মেসির হাতে কিন্তু এখনো উঠেনি। এবার নিজের শেষ বিশ্বকাপে মেসির হাতে উঠবে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি-এমন অপেক্ষাই প্রহর গুনছেন কোটি কোটি ফুটবলপ্রেমিরা। সে পথে ক্রমেই এগুচ্ছেন মেসি। শেষ ১৬তে পা রেখেছেন অস্ট্রেলিয়া বাঁধা টপকে। ২-১ গোলে ম্যাচ জিতে এখন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন ডাচদের।
কোয়ার্টার ফাইনালে উঠার ম্যাচে মেসির বাম পা থেকে এসেছে সেই যাদুকরি গোল। আর এই গোলের সঙ্গে জড়িয়ে গেছে বেশ কয়েকটি কীর্তি। ম্যাচটি ছিল জাতীয় দল ও ক্লাব মিলে মেসির ক্যারিয়ারের ১০০০ তম। তার মোট গোলের সংখ্যা ৭৮৯টি। এই গোল করে তিনি আবার ছাড়িয়ে গেছেন ম্যারাডোনাকে। ২১ ম্যাচ খেলে ম্যারাডোনা গোল করেছিলেন ৮টি, সেখানে ২৩ ম্যাচে মেসির গোল ৯। টি তার উপরে আছেন শুধুই একজন। তিনি হলেন গাব্রিয়েল বাতিস্তুতা। গোল সংখ্যা ১০ টি।
মেসির কীর্তি এখানেই শেষ নয়। নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে এসে নকআউট পর্বে পেয়েছেন প্রথম গোলের দেখা। এই গোল আবার সবচেয়ে বেশি বয়সে গোল করা দিক দিয়েও তিনি এখন প্রথম আর্জেন্টাইন। মেসির বয়স এখন ৩৫। এর আগে সবচেয়ে বেশি বয়সে গোল ছিল রবার্তো আয়ালার। ২০০৬ সালে জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আয়ালা যখন গোল করেন, তখন তার বয়স ছিল ৩৩।
এমপি/এএস