নাটকীয় জয়ে ব্রাজিলের সঙ্গী সুইজারল্যান্ড
সার্বিয়ার বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও পিছিয়ে পড়েছিল সুইজারল্যান্ড। তবে শেষতক সেই বিপদ কাটিয়ে উঠে সুইসরা। পাঁচ গোলের থ্রিলার জিতে ৩-২ ব্যবধানে। নাটকীয় এই জয়ে ‘জি’ গ্রুপ থেকে নকআউট পর্বে ব্রাজিলের সঙ্গী হয়েছে সুইজারল্যান্ড।
শুক্রবার রাতে ভিন্ন দুই ভেন্যুতে গড়ায় গ্রুপপর্বের শেষ দুই ম্যাচ। দোহায় ৯৭৪ স্টেডিয়ামে শেষ হাসি হাসে সুইজারল্যান্ড। লুসাইন আইকনিক স্টেডিয়ামে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে ব্রাজিল। শেষটায় পা ফসকালেও গ্রুপসেরা হয়েই শেষ ষোলোতে নাম লিখিয়েছে তিতের শিষ্যরা।
৩ ম্যাচ শেষে ব্রাজিলের ঝুলিতে জমা পড়েছে ৬ পয়েন্ট। একই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে নকআউট নিশ্চিত করা সুইজারল্যান্ডের পয়েন্টও ৬। ব্রাজিলকে হারালেও ৪ পয়েন্টে টেবিলের তিনে থেকে বিদায় নিতে হলো ক্যামেরুনকে। সার্বিয়ার অর্জন পেয়েছে মাত্র ১ পয়েন্ট।
বাঁচা-মরার ম্যাচে দ্বিতীয় সারির ব্রাজিলকে পেয়েছিল ক্যামেরুন। সেই সুযোগটা শেষ মুহূর্তে কাজে লাগায় দলটি। ম্যাচের ইনজুরি সময়ে দলকে লিড উপহার দেন আবুবকর। উদযাপনের সময় জার্সি খুলে দ্বিতীয় হলুদ এবং লাল কার্ড দেখেন তিনি।
তাতে অবশ্য ক্ষতি হয়নি ক্যামেরুনের। বিদায়ের প্রাক্কালে ব্রাজিলকে হারানো সুখকর স্মৃতি সঙ্গে নিল তারা। অথচ ম্যাচজুড়ে প্রতিপক্ষের ওপর শাসন চালায় খর্বশক্তির ব্রাজিল। ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে মোট ১৮টি শট নেয় তিতের শিষ্যরা।
অপরদিকে, লুসাইলে ফুটবলের সৌন্দর্য ফুটিয়ে তুলে পক্ষ-প্রতিপক্ষ। আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট লড়াইয়ে প্রথম গোলের দেখা পায় সুইজারল্যান্ড। ম্যাচের বিংশ মিনিটে দলকে এগিয়ে নেন জেরদান শাকিরি। ৬ মিনিট বাদেই সার্বিয়াকে সমতায় ফেরান আলেজসান্দার মিত্রোভিচ।
৩৫ মিনিটে সার্বিয়াকে লিড এনে দেন দুসান ভøাহোভিচ। কিন্তু এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার সৌভাগ্য হয়নি তাদের। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে সুইস শিবিরে স্বস্তি ফেরান ব্রিল এমবোলো। এরপর দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে স্কোরলাইন ৩-২ করেন সুইজারল্যান্ড মিডফিল্ডার রেমো ফ্রেউলার।
/এএস