বাংলাদেশকে আর্জেন্টিনার ধন্যবাদ
আর্জেন্টিনা হারলে হেরে যায় বাংলাদেশের আর্জেন্টাইনরা ভক্তরা। জিতলে হাসি ফুটে তাদের মুখে। লিওনেল মেসি ও তার সতীর্থদের ঘিরে কতটা উন্মাদনা কাজ করে বাংলাদেশিদের মধ্যে তা খুব ভালো করে জানা দেশটির। তাই তো আগামীকাল (৩ ডিসেম্বর) নকআউট পর্ব শুরুর আগে বাংলাদেশকে ধন্যবাদ জানাল আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
শুক্রবার (২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে ভক্তদের প্রসঙ্গ উঠতেই আর্জেন্টিইন কোচ বলেন, ‘আর্জেন্টিনার সমর্থকরা সব সময় নিজেদের পরিচিত করে, যা ঐতিহাসিকভাবে ঘটেছে। আমরা চিরকৃতজ্ঞ কারণ আবহটা খুব সুন্দর। পোল্যান্ড ম্যাচে মনে হচ্ছিল আমরা আর্জেন্টিনায় খেলছি। আশা করি আগামীকাল আমরা একই আবহ পাব।’
বক্তব্যের পরের অংশেই বাংলাদেশকে ধন্যবাদ জানান স্কালোনি, ‘বছরের পর বছর ধরে জাতীয় দলের জার্সি সারা বিশ্বে উন্মাদনা ছড়িয়ে দিয়েছে, কারণ আমাদের ডিয়েগো (ম্যারাডোনা) ছিল, এখন আমাদের লিও (মেসি) আছে। এটা আমাদের আনন্দিত করে যে বাংলাদেশ এবং আরও অনেক জায়গায় মানুষ আমাদের পক্ষে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ বাংলাদেশের জনগণকে।’
ভক্তদের সমর্থকদের প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন স্কালোনি, ‘এই বিশ্বকাপে আমরা শেষ পর্যন্ত ঘামের প্রতিটি ফোঁটা ফেলতে যাচ্ছি। আমরা জানি এটা কতটা কঠিন, শেষ পর্যন্ত এটা ফুটবল এবং এখানে (কাতারে) দল খুব ভালোভাবে প্রস্তুত রয়েছে।’
এসজি