দ্বিতীয় সারির ব্রাজিলকে পাবে ক্যামেরুন
নকআউট নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। গ্রুপপর্বের শেষ ম্যাচটি তাই তাদের জন্য নিয়মরক্ষার, যা ক্যামেরুনের বাঁচামরার লড়াই। শুক্রবার (২ ডিসেম্বর) এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দ্বিতীয় সারির ব্রাজিলকে পাচ্ছে ক্যামেরুন।
টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে উঠেছে ব্রাজিল। গ্রুপের বাকি তিন দল- ক্যামেরুন, সুইজারল্যান্ড এবং সার্বিয়া। তিন দলই নকআউটে খেলার আশা বাঁচিয়ে রেখেছে। শেষ সুযোগ কাজে লাগাতেই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ভিন্ন দুই ম্যাচে মুখোমুখি হবে চার দল।
লুসাইল আইকনিক স্টেডিয়ামে লড়বে ব্রাজিল ও ক্যামেরুন। দোহায় ৮৭৪ স্টেডিয়ামে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও সার্বিয়া। এই ম্যাচে জিতলেই পরের রাউন্ডে চলে যাবে সুইসরা, যারা ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে। সমান ১ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় তিনে ক্যামেরুন এবং চারে সার্বিয়া।
যেহেতু নকআউট আগেই নিশ্চিত হয়েছে এবং হারলেও গ্রুপসেরা হওয়ার সুযোগ রয়েছে, তাই শেষ ষোলোর আগে নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দেবেন ব্রাজিল কোচ তিতে। এটা ক্যামেরুনের জন্য বড় সুযোগও। তবে জয়ের পাশাপাশি সুইজারল্যান্ড-সার্বিয়া ম্যাচেও তাকিয়ে থাকতে হবে আফ্রিকান দলটির। তবে এটা নিশ্চিত যে নকআউটে খেলতে বড় ব্যবধানে জিততেই হবে ক্যামেরুনের।
এদিকে সমীকরণের মারপ্যাঁচে না পড়ে জয় তুলেই গ্রুপপর্বের বাধা টপকে যেতে চায় সুইসরা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সুইস কোচ মুরাত ইয়াকিন জানান, শিষ্যদের উপর আস্থা আছে তার।
‘জি’ গ্রুপের ম্যাচটির আগে ইয়াকিন বলেছেন, ‘যোগ্যতা অর্জনের অভিজ্ঞতা এবং পরিপক্কতা আমার দলে আছে। আমি চাই খেলোয়াড়রা শুরু থেকেই আধিপত্য বিস্তার করুক এবং প্রতিপক্ষকে চাপে রাখুক। আমরা শুধু ফুটবল খেলতে চাই। বাকি সব উপেক্ষা করব।’
অন্যদিকে সুইসদের হারিয়ে নকআউট খেলার স্বপ্ন দেখছে সার্বিয়াও। দলটির ফরোয়ার্ড আলেকজান্ডার মিত্রোভিচ বলেন, ‘আমরা আমাদের উপর বিশ্বাস রাখি।’
কোচ ড্রাগন স্টোচকোভিচ বলে রেখেছেন, ‘রক্ষণে সুইসরা শক্তিশালী এবং সুসংগঠিত। কিন্তু আক্রমণ না করলে জিততে পারবে না। আর আমি রক্ষণাত্মক খেলার ভক্ত নই।’
এসজি