ধন্যবাদ জানালেন পেলে
কাতারে চলছে বিশ্বকাপ। এরই মধ্যে খারাপ সংবাদ হয়ে উড়ে আসে- হাসপাতালে পেলে। বিদেশি সংবাদমাধ্যমগুলো জানাচ্ছিল, শারীরিক অবস্থার অবনতি হয়েছে ব্রাজিলিয়ান গ্রেটের। এ নিয়ে উৎকণ্ঠায় ছিল ফুটবলপ্রেমীরা। সবাইকে সুখবর দিলেন পেলে। বললেন, রুটিন চেকআপ করাতে হাসপাতালে তিনি।
টিউমার ধরা পড়েছিল পেলের শরীরে। গত বছর সেপ্টেম্বরে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়। তখন থেকেই নিয়মিত চিকিৎসা নিচ্ছেন ব্রাজিলিয়ান লিজেন্ড। গত বুধবার ইএসপিএন তাদের প্রতিবেদনে জানায়, ‘সামান্য ফোলা’ নিয়ে সাও পাওলোয় অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক ফুটবলার।
সংবাদমাধ্যমটি আরেকটি প্রতিবেদনে জানায়, কার্ডিয়াক ইস্যুতে ভুগছেন পেলে এবং কেমোথেরাপি তার শরীরে তেমন প্রভাব ফেলছে না। এমন সব উদ্বেগে উৎকণ্ঠায় পড়ে ভক্তরা। পেলের মেয়ে জানিয়েছিলেন, ভয়ের কিছু নেই। তার বাবা নিয়মিত চেকআপের অংশ হিসেবে হাসপাতালে গিয়েছেন।
কিন্তু কোনো কিছুতেই আশ্বস্ত হতে পারছিলেন না ভক্তরা। এমনকি গতকাল (বৃহস্পতিবার), ব্রাজিলের ম্যাচের আগে সংবাদ সম্মেলন থেকে তিতেও বার্তা পাঠান পেলেকে। যেহেতু সবাই তাকে নিয়ে দুঃশ্চিন্তায় ভুগছিল, তাই সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার এবার নিজেই ভালো খবর দিলেন ভক্তদের।
ইনস্টাগ্রামে ৮২ বছর বয়সী পেলে লিখেছেন, ‘বন্ধুরা, আমি আমার মান্থলি ভিজিটে হাসপাতালে আছি।’
তিনবারের বিশ্বকাপজয়ী তারকা পোস্টের সঙ্গে একটি ছবিও যুক্ত করেছেন, যার মাধ্যমে কাতার বিশ্বকাপে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। ওই পোস্টে পেলে আরও লিখেন, ‘আপনাদের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়া সব সময়ই ভালো লাগে। শ্রদ্ধার জন্য কাতারকে ধন্যবাদ এবং আমাকে যারা বার্তা পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।’
এসজি