আল নাসরে যাচ্ছেন রোনালদো!
ক্রিশ্চিয়ানো রোনালদোই একমাত্র খেলোয়াড়, যিনি ক্লাবহীন ফুটবলার হিসেবে খেলছে বর্তমান কাতার বিশ্বকাপ। বৈশ্বিক আসর শেষে নতুন কোন ক্লাবে যোগ দিতে পারেন তিনি।
ইউরোপিয়ান ক্লাবগুলো মৌসুমের মাঝ পথে তাকে নেওয়ার আগ্রহ দেখাচ্ছে না। সেক্ষেত্রে মার্কার খবর অনুযায়ী, রোনালদো পাড়ি জমাতে পারেন সৌদি আরবের ক্লাব আল নাসরে।
মার্কার সংবাদ অনুযায়ী, দুই পক্ষের আলোচনা নাকি শেষ পর্যায়ে। বছরে ২০ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ১০০ কোটি টাকার কিছু বেশি) বেতনে আড়াই বছরের চুক্তির সমঝোতাও হয়ে গেছে। চুক্তি সম্পন্ন হলে রোনালদোই হবেন বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার।
কাতার বিশ্বকাপে পর্তুগাল যখন পা রাখে তখনো রোনালদোর ঠিকানা ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর থেকে সম্পর্কের অবনতি। এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ও দলটির হেড কোচ এরিক টেন হাগ নিয়ে বিস্কোফরক মন্তব্য করেন রোনালদো। তখনই বুঝা গিয়েছিল, রোনালদোর ওল্ডট্রাফোর্ড পর্ব শেষ হতে চলেছে। পরে বিশ্বকাপের মাঝেই ম্যানইউ জানায়, রোনালদোর সঙ্গে চুক্তি বাতিলের কথা।
মৌসুমের শুরুতেই অবশ্য রোনালদো ক্লাব ছাড়তে চেয়েছিলেন। কিন্তু ম্যানইউ ছাড়েনি তাকে। তখন মার্কা, ডেইলি মেইলসহ একাধিক গণমাধ্যম জানিয়েছিল, রোনালদোকে নিতে আগ্রহী নয় কোনো ইউরোপিয়ান ক্লাব। তখনই সৌদি আরবের ক্লাবগুলো ঝুঁকে রোনালদোর দিকে।
মার্কার রিপোর্ট অনুযায়ী, আল নাসরের দিকে ইতিবাচক মনোভাব রয়েছে রোনালদোর। সৌদি আরবের ফুটবল লিগে আল–নাসর সবচেয়ে সফল ক্লাব। দলটির রয়েছে ৯টি শিরোপা।
এমএমএ/এমএমএ/