শেষ ষোলতে যাওয়ার পথে আর্জেন্টিনার সমীকরণ
আর্জেন্টিনা মানেই শিরোপা প্রত্যাশী। কোটি কোটি ভক্ত সমর্থকদের আশার আলো। ১৯৩০ সালে বিশ্বকাপে যাত্রা শুরু হওয়ার পর এখানে আর্জেন্টিনা সমর্থকদের মাত্র দুইবার খুশি কাকে পেরেছে। ১৯৭৮ ও ১৯৮৬ সালে।
এ ছাড়া, তারা তিনবার হয়েছে রানার্সআপ। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার রেকর্ড খুবই কম। ১৯৫৮ ও ১৯৬২ সালে বাদ পড়ার পর সর্বশেষ বাদ পড়েছিল ২০০২ সালে। এবার সেই গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়েছে আর্জেন্টিনা।
বুধবার পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার তাই ঠিকে থাকার মিশন। জয়ের বিকল্প নেই। আবার ড্র করলেও যেতে পারবে। সেক্ষেত্রে সৌদি আরব ও মেক্সিকোর খেলার দিকে তাকিয়ে থাকতে হবে।
আর্জেন্টিনাকে এ রকম শঙ্কায় ফেলে দিয়েছে সৌদি আরবের কাছে হার। চলতি আসরের প্রথম ম্যাচে প্রথম গোল দিয়েও পরে আর্জেন্টিনা হেরেছিল ২-১ গোলে।
পরের ম্যাচে ২-০ গোলে মেক্সিকোকে হারিয়ে শেষ ষোলর লড়াইয়ে ফিরে আসে। এদিকে সৌদি আরব আর্জেন্টিনাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের কাছে হেরে যায় ২-০ গোলে। ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে পোল্যান্ড সবার উপরে থাকলেও তাদের শেষ ষোলতে যাওয়া নিশ্চিত হয়নি।
আবার সবার নিচে থাকা এক পয়েন্টের মালিক মেক্সিকোরও সম্ভাবনা বেঁচে আছে। সৌদি আরবের বিপক্ষে তারা যদি জয়ী হয় আর আর্জেন্টিনা হেরে যায় পোল্যান্ডের কাছে, তখন তারা শেষ ষোলতে চলে যাবে।
শেষ ষোলতে যাওয়ার জন্য আর্জেন্টিনার সামনে বেশ কয়েকটি সমীকরণ আছে। এক নজরে দেখে আসা যাক সেই সব সমীকরন:
১. পোল্যান্ডকে হারালে আর্জেন্টিনা সরাসরি চলে যাবে শেষ ষোলতে।
২. আর্জেন্টিনা ড্র করলেও চলে যাবে শেষ ষোলতে। সে ক্ষেত্রে সৌদি আবর-মেক্সিকো ম্যাচ ড্র হতে হবে। তখন দুই দলের পয়েন্টেই হবে সমান চার করে। গোল গড়ে আর্জেন্টিনা এগিয়ে আছে।
৩. আবার আর্জেন্টিনা ড্র করেও বাদ পড়তে পারে, যদি সৌদি আরব জিতে যায়। তখন সৌদি আরব গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আর্জেন্টিনা-পোল্যান্ডের পয়েন্ট সমান চার হবে। গোল গড়ে পোল্যান্ড এগিয়ে।
৪. আর্জেন্টিনা ড্র করার পর সৌদি আরব না জিতে যদি মেক্সিকো জিতে, সে ক্ষেত্রেও আর্জেন্টিনার শেষ ষোলতে যাওয়া বাঁধা গ্রস্ত হতে পারে। তবে তখন মেক্সিকোকে জিততে হবে চার গোলের ব্যবধানে। যদি তারা তিন গোল জিতে তখন আবার আর্জেন্টিনার সুযোগ চলে আসবে। কারণ, তখন দুই দলের পয়েন্ট ও গোল পার্থক্য সমান হয়ে যাবে। সে ক্ষেত্রে হেড টু হেড সামনে চলে আসবে। হেড টু হেডে আর্জেন্টিনা এগিয়ে।
এমপি/এমএমএ/