ওয়েলসের জার্সি তুলে রাখছেন না বেল
ওয়েলসের বিশ্বকাপ অভিযান শেষ। মঙ্গলবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে ‘লোকাল ডার্বি’ ৩-০ গোলে হেরেছে তারা। তাতেই বিদায় নিশ্চিত হয় তাদের। দলের ব্যর্থ মিশনের পর গ্যারেথ বেল জানালেন, ওয়েলসের জার্সি এখনই তুলে রাখছেন না তিনি।
দীর্ঘ ৬৪ বছর পর বিশ্বকাপে ফিরেছিল ওয়েলস। কিন্তু ফেরা হলো না সুখকর কোনো স্মৃতি আগলে। ৩ ম্যাচে তাদের সম্বল বলতে একটি ড্র। বিপরীতে দুই হার। এতে ১ পয়েন্টে ‘বি’ গ্রুপের তলানীতে থেকে বিদায় নিয়েছে ইউরোপের দলটি।
ধারণা করা হচ্ছিল, ৩৩ বছর বয়সী বেল হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দেবেন। কিন্তু এমন কিছু করলেন না ওয়েলসের তারকা ফরোয়ার্ড। বরং সোজাসাপ্টা জানিয়ে দিলেন, আগামী বছরের মার্চে শুরু হতে যাওয়া ২০২৪ ইউরোর বাছাইপর্বে ওয়েলসের প্রতিনিধিত্ব করবেন তিনি।
বেল বলেছেন, ‘আমাদের জন্য কঠিন একটি টুর্নামেন্ট ছিল, তার মানে এই যে এটি একটি যুগের সমাপ্তি। অবশ্যই এই মুহূর্তে এটা স্পষ্টতই কঠিন একটি মুহূর্ত, তবে আমরা আবারও যাচ্ছি (বিশ্বকাপে)। মার্চে একটি বাছাইপর্ব (২০২৪ ইউরোর) অভিযান শুরু হবে।’
ওয়েলস অধিনায়ক যোগ করেন, ‘আমরা আরও বেশি সময় বিশ্বকাপে থাকতে চেয়েছিলাম। এখন আন্তর্জাতিক ফুটবল থেকে আমাদের কয়েক মাস দূরে থাকতে হবে, যা হতাশাজনক। কিন্তু আমরা আবার মার্চে ফিরব। আমি যতক্ষণ পারি এবং যতক্ষণ চাই ততক্ষণ ওয়েলসের হয়ে খেলা চালিয়ে যাব।’
এসএন