রোনালদোর দাবি গোলটি তারই
উরুগুয়ের বিরুদ্ধে ব্রুনো ফার্নান্দেজের ক্রসে রোনালদোর হেড। গোল। প্রথমে এই গোল রোনালদোর নামে ধরা হলেও পরে বদলে যায় চিত্র। গোল জমা হয় ব্রুনোর নামের পাশে।
ম্যাচের ৫৪ মিনিটে দূরের পোস্ট লক্ষ্য করে ক্রস করেন ব্রুনো ফার্নান্দেজ। এগিয়ে গিয়ে লাফিয়ে ওঠেন রোনালদো। প্রথমে মনে হয়েছিল, বল তাঁর মাথা ছুঁয়েই জালে জড়িয়েছে। পরে অবশ্য দেখা যায়, রোনালদোর মাথা না ছুঁয়েই বল জড়ায় জালে।
অথচ গোলের পর রোনালদো উদযাপন করেছিলেন নিজের স্বভাবলসুলভ ঢঙে। তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে বিতর্ক। রোনালদো অবশ্য এখনো দাবি করছেন, গোলটি ছিল তারই।
সম্প্রতি পিয়ার্স মর্গ্যানকে সাক্ষাৎকার দেন রোনালদো। এর পরেই ম্যানচেস্টারের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। সেই মর্গ্যানের দাবি, রোনালদো তাকে বলেছেন যে, বলটি তাঁর মাথায় লেগেছে। মর্গ্যান টুইট করে লেখেন, ‘রোনালদো আমাকে বলেছে যে বলটা ওর মাথায় লেগেছিল। ফার্নান্দেজও সেটা মেনে নিয়েছে।’
স্পেনের এক সংবাদমাধ্যমের দাবি, পর্তুগালের ফুটবল সংস্থা ফিফাকে প্রমাণ দেবে যে গোলটি ফার্নান্দেজের নয় রোনালদোর প্রাপ্য। সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে দাবি করছে সেই সংবাদমাধ্যম।
এমএমএ/