জ্বরে ভুগছেন নেইমার
চোটে ম্যাচ খেলতে বারণ, কিন্তু মাঠে আসতে তো বাধা নেই। তাহলে নেইমার কেন ছিলেন না ৯৭৪ স্টেডিয়ামে? ভয় থেকেই প্রশ্নটা উঁকি দেয় ব্রাজিলিয়ান ভক্তদের মনে। উত্তর দিয়েছেন ভিনিসিউস জুনিয়র, যা মোটেও স্বস্তির নয় ভক্ত বা দলের জন্য। কেননা, পায়ের চোট থেকে সেরে না উঠতেই জ্বরে ভুগছেন নেইমার।
সোমবার (২৮ নভেম্বর) রাতে সুইজারল্যান্ডকে হারিয়ে নকআউট নিশ্চিত করেছে ব্রাজিল। কাসেমিরোর ৮৩ মিনিটের গোলে সেলেকাওরা জিতে ১-০ ব্যবধানে। ওই ম্যাচে মাঠে উপস্থিত ছিল তিতের ২৬ সদস্যের বিশ^কাপ দলের ২৫ জন। ছিলেন না কেবল ৩০ বছর বয়সী নেইমার।
সবার জানা, সার্বিয়া ম্যাচে গোড়ালির চোটে পড়েন নেইমার। ছিটকে গেছেন গ্রুপপর্ব থেকে। গোড়ালির ইনজুরিতে দলে থাকলেও ম্যাচ খেলা হচ্ছে না দানিলোর। চোটমুক্ত না হলেও এই ডিফেন্ডার মাঠে থেকে উপভোগ দলের জয়। তাই নেইমারের অনুপস্থিতি আরও ঘাবড়ে দেয় ভক্তদের।
সমর্থকদের সেই ভয়টা আরেক ধাপ বাড়ল ভিনিসিউসের বক্তব্যে। সুইস ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছেন, ‘ম্যাচে আসতে না পেরে সে (নেইমার) ব্যথিত। সে ভালো অনুভব করছে না। শুধুমাত্র তার পায়ের কারণে নয়, কিছুটা জ্বরেও ভুগছে সে। আমরা আশা করি, যতটা দ্রুত সম্ভব সে সুস্থ হয়ে উঠবে।’
এমএমএ/