৯৪৭ স্টেডিয়াম হঠাৎ অন্ধকার
কাতার বিশ্বকাপ ফুটবল এই প্রথম কোন ম্যাচ চলাকালীন সময় ঘটল বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা। আর সেটা ব্রাজিল-সুইজারল্যান্ডের ম্যাচে।
দোহার ৯৭৪ স্টেডিয়ামে সোমবার (২৮ নভেম্বর) রাত ১০টায় শুরু হয় ব্রাজিল ও সুইজারল্যান্ডের মধ্যকার জি গ্রুপের ম্যাচ। প্রথমার্ধের ৪৩ মিনিটে সময় স্টেডিয়ামের আলো কমতে শুরু করে। কয়েক মুহূর্ত পুরো স্টেডিয়াম অন্ধকার হয়ে যায়। রেফারি হাত উচিয়ে খেলা বন্ধ রাখার নির্দেশ দেন। তবে মুহূর্তেই আলো ঝলমলে হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। এসময় কর্নার কিক নিতে গিয়ে একটু থেমে গিয়েছিলেন ব্রাজিলের রাফিনহা।
কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে আলো চলে যাওয়ার ঘটনা এই প্রথম। যদিও ম্যাচে তা খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। কয়েক সেকেন্ডের মধ্যেই ঠিক হয়ে যায় সব। বিদ্যুৎ বিভ্রাটের প্রথমার্ধে ব্রাজিল দেখা পায়নি গোলের। দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে ক্যাসেমিরোর একমাত্র গোলে সুইসদের হারিয়ে নক আউট পর্বে পা রাখে সেলেসাওরা।
কাতার বিশ্বকাপের একমাত্র অস্থায়ী স্টেডিয়াম ৯৪৭। ৪০ হাজার দর্শক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে শিপিং কনটেইনার দিয়ে। বিশ্বকাপের পর এটি খুলে ফেলা হবে। চাইলেই অন্যত্র স্থাপনও করা যাবে এই স্টেডিয়াম।
/এএস