সুইজারল্যান্ডের ম্যাচে ব্রাজিলের যত রেকর্ড
বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিরুদ্ধে জয়ের রেকর্ড ছিল না ব্রাজিলের। তবে সেই গেরো এবার খুলতে পেরেছে সেলেকাওরা। ক্যাসেমিরোর গোলে সুইসদের হারিয়ে শেষ ষোলোতে পৌছেছে ব্রাজিল। জয়ের এই ম্যাচে ব্রাজিল গড়েছে বেশকিছু রেকর্ডও।
বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম দল হিসেবে ব্রাজিল অপরাজিত ১৭ ম্যাচ (২০০২ বিশ্বকাপ থেকে)। ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে নরওয়ের কাছে ২-১ গোলে ব্রাজিলের সর্বশেষ হার গ্রুপ পর্বে। এরপর এখন অবধি পাঁচ বিশ্বকাপে গ্রুপ পর্বে অপরাজিত সেলেসাওরা।
বিশ্বকাপে এই প্রথম সুইজারল্যান্ডকে হারালো ব্রাজিল। এর আগে দুইবার বিশ্বকাপে দুই দলের ম্যাচ ড্র হয়। ১৯৫০ বিশ্বকাপে ২-২ এবং গত বিশ্বকাপে (২০১৮) ১-১ গোলে ড্র।
ব্রাজিলের হয়ে বিশ্বকাপে প্রথম গোল করলেন ক্যাসেমিরো। সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে তার ষষ্ঠ গোল। সবচেয়ে বড় বিষয়, ম্যানচেস্টার ইউনাইটেডের কোন ফুটবলার ব্রাজিলের হয়ে বিশ্বকাপে গোল করল এই প্রথম।
সুইজারল্যান্ড এদিন ব্রাজিলের পোস্টে কোন শটই নিতে পারেনি। আগের ম্যাচে সার্বিয়াও পারেনি। টানা দুই ম্যাচে প্রতিপক্ষরা ব্রাজিলের গোলপোস্টে কোন শট নিতে পারলো না। এরকম কৃতিত্ব এর আগে দেখিয়েছে ফ্রান্স, ১৯৯৮ বিশ্বকাপে।
বিশ্বকাপে শুরুর দুটি ম্যাচ ব্রাজিল জিতল দশমবারের মতো। ২০১০ সালের পর এই প্রথম। ২০০৬ সালের পর ব্রাজিল এই প্রথম বিশ্বকাপের শুরুর দুটি ম্যাচ জিতল কোন গোল হজম ছাড়াই।
৪৫টি দেশের মধ্যে বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে এখন পযন্ত তিনটি দল অপরাজিত রয়েছে। দলগুলো হলো পর্তুগাল, নরওয়ে ও হাঙ্গেরি।
/এএস