রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

স্পেনের সঙ্গে ড্র করে আশা বাঁচিয়ে রাখল জার্মানি

স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে শেষ ষোলতে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে পাঁচবারের চ‌্যাম্পিয়ন জার্মানি। প্রথম ম‌্যাচে জাপানের কাছে ২-১ গোলে হারের পর তাদের শেষ ষোলতে যাওয়াটা ঝুঁকির মুখে পড়ে গিয়েছিল। সেই ঝুঁকি থেকে মুক্ত হতে তাদের জয় কিংবা ড্র প্রয়োজন ছিল। হারলে গতবারের মত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হত। এবারও সেই সম্ভাবনা তৈরি হয়েছিল প্রথমে গোল হজম করে। ৬২ মিনিটে ‍মুরাতোয়ার দেয়া গোল হজম করে তা পরিশোধ করে ৮৩ মিনিটে ফুলক্রোগের মাধ‌্যমে। দুই গোল দাতাই ছিলেন বদলি খেলোয়াড়। শেষ ষোলতে যাওয়ার জন‌্য ১ ডিসেম্বর কোস্টারিকার বিপক্ষে জিততেই হবে। কোস্টারিকা রবিবার ‘ই’ গ্রুপের ম‌্যাচে জাপানকে ১-০ গোলে হারিয়ে শামিল হয়েছে শেষ ষোলতে যাওয়ার লড়াইয়ে। একই দিন স্পেন খেলবে জাপানের বিপক্ষে।

স্পেনের পয়েন্ট চার। তারা গ্রুপে আছে সবার উপরে। জাপানের পয়েন্ট কোস্টারিকার সমান ৩। গোল গড়ে জাপান দুইয়ে।

প্রথমার্ধের খেলায় বল পজিশনে স্পেন (৬৮ ভাগ) এগিয়ে থাকলেও খেলা হয়েছে আক্রমণ, পাল্টা আক্রমণে। একবার স্পেন আক্রমণ করলে পরোক্ষনেই আক্রমণে গিয়েছে জামার্নি। স্পেন চারটি, জামার্নি ৩টি শট নেয়। অন টার্গেট শট ছিল একটি করে। কর্ণার স্পেন পাঁচটি আদায় করে নিলেও জামার্নি একটিও আদায় করে নিতে পারেনি। এই অর্ধে স্পেন যেমন ওপেন নেট মিস করেছে, তেমনি জামার্নির করা গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। আবার স্পেনের একটি চেষ্টা পোস্টে লেগে গেল বঞ্চিত করে।

আল বায়াত স্টেডিয়ামে খেলার প্রথস সুযোগ আসে স্পেনের। ৬ মিনিটে তারা গোল পেয়েই যাচ্ছিল। দানি ওলমোর ডান পায়ের তীব্র শট গোলরক্ষখ নুয়‌্যার পাঞ্চ করে রক্ষা করলেও বল পরে পোষ্টে লেগে বাইরে চলে যায়। ১০ মিনিটে জামার্নি এগিয়ে যাওয়ার সুযোগ হারায়। থমাস মুরাল বক্সের ভেতর ফাঁকায় গেনাব্রিকে বল দিলে তিনি গোলরক্ষক সিমনকে একা পেয়েও জালে ফেলতে পারেনি। সিমন বাঁধা হয়ে দাঁড়ান। কর্ণার করে রক্ষা করেন। ১৮মিনিটে স্পেনের জর্দি আলভার ডান পায়ের তীব্র শট গোলে পোস্টের বাইরে জালে গিয়ে আঘাত করে। ২২ মিনিটে গেনাব্রির বাম পায়ের শট পোষ্ট ঘেষে বাইরে চলে যায়। ২৬ মিনিটে টরেসের শট জামার্নির রক্ষণভাগের ডেভিড লাউম বাঁধায় নিশানা হারায়। ৩২ মিনিটে টরেন অবিশ্বাস‌্যভাবে গোল করতে না পারলে স্পেন এগিয়ে যাওয়ার সুযোগ হারায়। বাম প্রান্ত থেকে মার্কো আসেনসিও বক্সে টরেসকে লক্ষ‌্য করে পাস দেন। এ সময় টরেসের সামনে ছিলেন শুধুই স্পেনের গোলরক্ষক। কিন্তু টরেস চলন্ত বলে বাম পায়ে যে শট নেন তা বারের অনেক উপর দিয়ে চলে যায। টরেস যেন নিজেই বিশ্বাস করতে পারছিলেন না এমন সুযোগ হাতছাড়া করে। ৩৫ মিনিটে বক্সের ভেতর থেকে টরেসের শট জামার্নির খেলোয়াড় কর্নার করে রক্ষা করেন। একের পর এক সুযোগ হাতছাড়া করে স্পেন ৩৯ মিনিট গোল হজম করে। ফ্রি কিক থেকে বক অ‌্যান্টনি রডিগের হেডি আপন ঠিকানা খোঁজে নেয়। কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল হয়ে যায়। ৪৪ মিনিটে আরেকটি ফ্রি কিক থেকে রডিগের ভলি শট গোলরক্ষক সিমন রক্ষা করেন।

দ্বিতীয়ার্ধের খেলা ছিল আরও প্রাণবন্ত। গোল করার নেশা দুই দলেরই বেড়ে গিয়েছিল। সেখানে তারা সফলও হয় একটি করে গোল করে। এ ছাড়া দুই দলই একাধিক সুযোগ হাতছাড়া করে। দুই দলের গোলরক্ষকই এ দিন চমৎকার খেলে গোলের সংখ‌্যা বাড়তে দেননি।

৫৬ মিনিটে রক্ষণভার ভুলে স্পেন গোল হজম করতে যাচ্ছিল। কিন্তু গোলরক্ষক সিমেনর দঢ়তায় এ যাত্রায় রক্ষা পায়। ভুলটি শুরু হয়েছিল কিন্তু সিমনের কাছ থেকেই। তিনি দলের একজন খেলোয়াড়কে নিজেদের বক্সে পাস দিলে সেই বল জামার্নির একজন খেলোয়াড় ট‌্যাকেল করে কেড়ে নিয়ে বল জসুয়া কিমিচের নেয়া শট গোলে ঢুকার মুহুর্তে সিমন ডানদিকে ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত গোল রক্ষা করেন। এই গোল হজম করা থেকে রক্ষা পেয়ে স্পেন ৬২ মিনিটে গোল করে এগিয়ে যায়। ৫৭ মিনিটে মাঠে নেমে মুরাতোয়া এই গোল করেন। বাম প্রান্ত দিয়ে জর্দি আলবার নিখুঁত পাস থেকে বদলি খেলোয়াড় মুরাতোয়া ডান পায়ের আলতো টোকায় জামার্ন গোলরক্ষক নুয়‌্যারকে বোকা বানান। জামার্নির একজন খেলোয়াড়েরর বাঁধাও মুরাতোয়াকে আটকাতে পারেনি। এবারের বিশ্বকাপে এটি ছিল তার দ্বিতীয় গোল কোস্টারিকার বিপক্ষেও তিনি বদলি হিসেবে নেমে গোল করেছিলেন। ৬৬ মিনিটে মার্কো আসেনসিওর বাম পায়ের দুরন্ত শট বারের উপর দিয়ে চলে যায়।

গোল হজম করার পর জার্মানরা গোল পরিশোধের জন‌্য মরিয়া হয়ে উঠে। এ ছাড়া তাদের আর কোনও উপায় ছিল না। কারণ হেরে গেলে পরপর দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে। যা চারবারের চ‌্যাম্পিয়ন দলের জন‌্য বিব্রতকর লজ্জ্বারও। তাইতো একের পর এক আক্রমণ করে স্পেনের রক্ষণভাগকে ব‌্যতীব‌্যস্ত করে তুলে। এই চাপ ধরে রেখেই তারা কয়েক সুযোগ হাতছাড়া করার পর গোল পরিশোধ করে। ৭২ মিনিটে জামাল মুসিয়ালার পাস থেকে ফুলক্রোগ ছুঁয়াতে না পারলে গোল পরিশোধে ব‌্যর্থ হয় জার্মানি। কিন্তু দুই মিনিটে গোল পরিশোধের সুবর্ন সুযোগ নষ্ট করেন জামাল মুসিয়ালা নিজেই। অফসাইড ট্রেপ ভেঙ্গে গোলরক্ষক সিমনকে একা পেয়েও তিনি গোল করতে পারেননি। অসম্ভব দৃঢ়তায় সিমন রক্ষা করেন। ৮৩ মিনিটে আসে তাদের সেই কাঙ্খিত সময়। বদলি খেলোয়াড় ফুলক্রোগ যে গোল করেন তার মুন্সিয়ানা ছিল জামাল মুসিয়ালার। তিনি বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। কিন্তু তার থেকে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে থাকায় সেই বলেই ফুলক্রোগ ডান পায়ের তীব্র শটে জাল কাঁপান।

ছয় মিনিট ইনজুরির টাইমের শেষ মিনিটে জার্মানি গোল করার সুযোগ হাতছাড়া করে। এবারও অফসাইড ট্রেপ ভেঙ্গে বিপজ্জনকভাবে বামপ্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন বদলি খেলোয়াড় লিরো সানে। কিন্তু তিনি শেষ মুহুর্তে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন স্পেনের গোলরক্ষক সিমনের কারণে। অবস্থা বেগতিক দেখে সিমন পোস্ট ছেড়ে বের হয়ে বাঁধার প্রাচীর তৈরি করেছিলেন।

এমপি/এএস

Header Ad
Header Ad

থাকবে না সরকারি ছুটি

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালনের ঘোষণা

পিলখানা হত্যাকাণ্ড। ছবি: সংগৃহীত

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে এসব তথ্য জানান।

সকালে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে বলেছিলেন, ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করে আজই প্রজ্ঞাপন জারি হবে। এ বছর থেকে দিবসটি পালন করা হবে। তবে এ দিনে থাকবে না সরকারি ছুটি।

মন্ত্রিপরিষদ সচিবের এমন বক্তব্যের কিছু সময় পরই ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করা হয়।

Header Ad
Header Ad

প্রথমবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু

ছবি: সংগৃহীত

১৯৭১ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু হয়েছে। সরকারি পর্যায়ের চুক্তির (জি টু জি) আওতায় বিপুল পরিমাণ চাল নিয়ে একটি পাকিস্তানি কার্গো জাহাজ বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এই প্রথমবার সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশের পথে রওনা দিয়েছে। চুক্তির আওতায় বাংলাদেশ পাকিস্তান থেকে মোট ৫০ হাজার টন চাল আমদানি করছে, যা পাকিস্তানের ট্রেডিং করপোরেশন (টিসিপি) সরবরাহ করছে।

চলতি ফেব্রুয়ারির শুরুতে এই চুক্তি চূড়ান্ত করা হয়। দুই ধাপে চাল রপ্তানির প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম চালানের আওতায় ২৫ হাজার টন চাল ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছে। আগামী মার্চের শুরুতে দ্বিতীয় চালানে আরও ২৫ হাজার টন চাল পাঠানো হবে।

এবারের চালান বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ এটি ১৯৭১ সালের পর প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) কোনো জাহাজ সরকারি কার্গো নিয়ে বাংলাদেশে পৌঁছাবে। এই ঘটনা দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ স্থগিত ছিল। এই উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে এবং সামুদ্রিক পথ ব্যবহারের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরাসরি জাহাজ চলাচলের ফলে বাণিজ্যিক কার্যক্রম আরও সহজ হবে এবং দুই দেশের ব্যবসায়ীদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Header Ad
Header Ad

৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর, জানা গেল নাম

পুলিশের ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর। ছবি: সংগৃহীত

উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদের চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে তাঁদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

অবসরে পাঠানো চারজন হলেন- এন্টি টেররিজম ইউনিট কর্মরত ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের কর্মরত ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশে কর্মরত ডিআইজি মো. আজাদ মিয়া, এনডিসি ও আমেনা বেগম।

 এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে এই চারজনকে অবসর প্রদান করা হলো। 

তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। 

এর আগে বিতর্কিত শেষ তিন সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা তিন সচিবসহ ২২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালনের ঘোষণা
প্রথমবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু
৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর, জানা গেল নাম
পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, কোনো দলের নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
ধর্ষণের প্রতিবাদে আসাদ গেটে ছাত্র-জনতার সড়ক অবরোধ
স্ত্রীর সামনে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
দুই ফুসফুসেই নিউমোনিয়া, পোপ ফ্রান্সিসের অবস্থা ‘আশঙ্কাজনক’
সংস্কার কমিশনের সুপারিশ: জুনেই স্থানীয় সরকার নির্বাচন
নওগাঁয় রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি
প্রযোজনায় নাম লেখালেন বুবলি  
চোখে লাল কাপড় বেধে ঢাকার উদ্দেশ্যে কুয়েটের ৮০ শিক্ষার্থী  
বিয়ে বাড়িতে গান বাজানোর জেরে বাসর ঘরে হামলা  
আজ দুবাইয়ে ভারত-পাকিস্তান মহারণ  
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার  
দুপুরের মধ্যে ১৪ জেলায় বজ্রবৃষ্টির আভাস  
সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যা জানালো র‍্যাব  
এ বছরই মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন : দুদু  
জিম্মিদের ফেরত পেয়েও ফিলিস্তিনিদের মুক্তি দিল না ইসরাইল  
জশ ইংলিসের সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া
১৫ বছর দলীয় বিবেচনায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে: উপদেষ্টা ফারুক