কানাডাকে বিদায় করে শেষ ষোলোর আশায় ক্রোয়েশিয়া
শুরুটা ড্র দিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে স্বরুপে ফিরল গত বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া। এফ গ্রুপের খেলায় রবিবার (২৭ নভেম্বর) কানাডাকে ৪-১ গোলে হারিয়ে শেষ ষোলোর আশা ধরে রেখেছে ক্রোয়াট শিবির। দলের হয়ে জোড়া গোল করেন ক্রামারিচ।
অন্যদিকে টানা দুই হারে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল কানাডার। প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ১-০ গোলে হার। ওই ম্যাচে পেনাল্টি পেয়েও কাজে লাগতে পারেনি কানাডা। তারা হেরেছিল মূলত ফিনিশারের অভাবে। তাদের খেলায় মুগ্ধ হয়েছিল অনেকে। এবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে শুরুতে লিড নিয়ে অঘটনের আভাস দিয়েছিল। কিন্তু মডরিচদের সামনে আস্তে আস্তে ম্রিয়মান হয়ে যায় দলটি। হারতে হলো বড় ব্যবধানেই।
ম্যাচের শুরুতেই চমক কানাডার। বিউকানানের চমৎকার ক্রস দুর্দান্ত হেডে জালে পাঠান ডেভিস। ম্যাচের বয়স তখন মাত্র ১ মিনিট ৮ সেকেন্ড! চলমান বিশ্বকাপে দ্রুততম গোল এটি। বিশ্বকাপে প্রথম গোল পেল কানাডা। এগিয়ে যাওয়ার পর কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে দলটি।
সুযোগ পেয়ে চড়াও হয় ক্রোয়েশিয়া। ২৬ মিনিটে জালে বল পাঠান ক্রামারিচ। কিন্তু তাকে বল দেওয়া আরেক ফরোয়ার্ড লিভাইয়া অফসাইডে থাকায় বাতিল হয়ে যায় গোল। ৩৫ মিনিটে খুব কাছে থেকে লিভাইয়ার শট ঠেকিয়ে দেন কানাডার গোলরক্ষক মিলান বোরিয়ান। এর দুই মিনিটের মধ্যে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। ইভান পেরিসিচের চমৎকার রিভার্স পাসে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন অরক্ষিত ক্রামারিচ।
এর ছয় মিনিট পর লিড নেয় গত আসরের রানার্স আপরা। ডি-বক্সের মাথায় বল পেয়ে বুলেট গতির শটে বোরিয়ানকে এড়িয়ে লক্ষ্যভেদ করেন মার্কো লিভাইয়া। এই গোলে দারুণ অবদান রাখেন ইয়োসিপ ইউরানোভিচ। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ক্রামারিচ। ক্রোয়েশিয়ার ব্যবধান বেড়ে দাড়ায় ৩-১ এ। অতিরিক্ত সময়ে ক্রোয়েশিয়া পায় আরও একটি গোল। এই গোলটি করেন লাভরো মাজের। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।
দারুণ এই জয়ে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে এফ গ্রুপে সবার উপরে ক্রোয়েশিয়া। মরক্কোর পয়েন্টও চার। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দলটির অবস্থান দ্বিতীয় স্থানে। আর দুই ম্যাচে এক জয় ও এক হারে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বেলজিয়াম।
গ্রুপের শেষ ম্যাচে বেলজিয়াম লড়বে ক্রোয়েশিয়ার সঙ্গে। মরক্কো খেলবে কানাডার বিরুদ্ধে। ঐ ম্যাচের পরই নির্ধারিত হবে এই গ্রুপ থেকে কোন দুটি দল যাবে নক আউট পর্বে।
এসআইএইচ