আর্জেন্টিনার বিশ্বকাপ সবে শুরু: মেসি
ডু অর ডাই ম্যাচ। জেতার বিকল্প নাই। এমন ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বের সম্ভাবনা জিইয়ে রেখেছে আর্জেন্টিনা। অধিনায়ক মেসি করেছেন গোল। অপর গোলটি অসাধারণ ফার্নান্দেজের। এই গোলটিতেও রয়েছে মেসির অবদান। সব মিলিয়ে জেগে উঠেছে লাতিন চ্যাম্পিয়নরা।
কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে প্রবল শঙ্কায় পড়েছিল আর্জেন্টিনা। শনিবার (২৬ নভেম্বর) গভীর রাতে মেক্সিকোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয়ের পর মেসি বললেন, ‘আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন সবে শুরু।’
ম্যাচের পর মেসি বলেন, ‘আজ আর্জেন্টিনার জন্য আরেকটি বিশ্বকাপ শুরু হলো। আমি সবাইকে একই কথা বলি, তারা যেন সব সময় আমাদের উপর বিশ্বাস রাখে। যা করার দরকার ছিল, আজ আমরা তাই করেছি। আমাদের সামনে অন্য কোনো পথ ছিল না। আমাদের জিততে হতো, যাতে সবকিছু আমাদের নিজেদের হাতে থাকে।’
প্রথমার্ধে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি আর্জেন্টিনা। সেটা স্বীকার করলেন মেসি, ‘প্রথমার্ধে যেভাবে দরকার ছিল, আমরা সেভাবে খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে যখন আমরা মনকে শান্ত করতে পারলাম, আমরা আরও ভালো খেলতে শুরু করলাম।’
'সি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপের দেশ পোল্যান্ড। এই ম্যাচ জিতলেই নকআউট পর্বের টিকিট মিলবে মেসিদের।
এসজি