প্রথমার্ধে আর্জেন্টিনার হতাশজনক খেলা
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার টিকে থাকার মিশনে মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধে কোনও গোলের দেখা পায়নি। এমন কি গোল করার মতো কোনও সুযোগও তৈরি করতে পারেনি। অথচ এই অর্ধে তারা বল দখলে ছিল অনেক এগিয়ে। ৬৭ ভাগ বল ছিল তাদের দখলে। কিন্তু মাত্র ৩৩ ভাগ বল দখলে রেখে মেক্সিকো একটি গোল প্রায় পেয়েই যাচ্ছিল। কিন্তু অ্যএলক্সি ভেগার ফ্রি কিক আজর্জেন্টিনার গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ ডান দিকে ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত গোল রক্ষা করেন।
আর্জেন্টিনার চাই জয়, মেক্সিকোর হার এড়ানো কিংবা ড্র। মেক্সিকোর এ রকম ভাবনার কারণ আগের ম্যাচে পোল্যান্ডের সঙ্গে ড্র করে ১ পয়েন্ট পাওয়া। এই ম্যাচে ড্র করতে পারলে ২ পয়েন্ট নিয়ে তারা শেষ ষোলতে যাওয়ার জন্য শেষ ম্যাচে মুখোমুখি হবে সৌদি আরবের। এদিকে শনিবার এই গ্রুপের আগের ম্যাচে পোল্যান্ডের কাছে ২-০ গেলে সৌদি আরব হেরে যাওয়াতে আর্জেন্টিনার জয়টা ‘অত্যাবশ্যকীয়’ হয়ে উঠে। লুসাইল আইকনিক স্টেডিয়ামে দুই দলের দৃষ্টি ভঙ্গির প্রতি ফলন দেখা যায় একাদশ সাজানো নিয়ে।আর্জেন্টিনা ১-৪-৪-২ পদ্ধতিতে খেলতে নামে। যেখানে মেক্সিকোর ফরমেশন ছিল ১-৫৩-২ পদ্ধতিতে। প্রথম ১০ মিনিট আর্জেন্টিনার দখলে বল ছিল শতকরা ৭৮ ভাগ। মেক্সিকো বল পায়ে রাখতে পেরেছিল মাত্র ২২ ভাগ। তবে এ সময় কোনও দলই সুযোগ তৈরি করতে পারেনি। তবে এসময় মেক্সিকো আর্জেন্টিরা গোল পোষ্ট লক্ষ্য করে একটি শট নিতে পেরেছিল, যা আবার পারেনি আর্জেন্টিনা। মেক্সিকো একটি কর্নারও আদায় করে নেয়। আজর্জেন্টিনা কোনও কর্ণার পায়নি।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মেক্সিকো খেলায় ফিরে আসতে থাকে। যে কারণে বল পজিশনেও তাদের অগ্রগতি হয়। ২০ মিনিট পর্যন্ত আর্জেন্টিনার বল পজিশন ৭৮ থেকে নেমে ৬৭-তে নেমে আসে। মেক্সিকোর বেড়ে দাঁড়ায় ৩৩ ভাগে। এই ২০ মিনিটেও দুই দল তেমন কোনও উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করতে পারেনি। দুই দলের খেলা ছিল ছন্দহীন।বিশেষ করে ‘মাস্ট উইন’ ম্যাচে আর্জেন্টিনার খেলা ছিল রীতিমতো হতাশজনক। মেসি ঝলকের দেখা মিলেনি।
৩০ মিনিটেও দুই দল দেখার মতো কোনও সুযোগ তৈরি করতে পারেনি। মেক্সিকোর রক্ষণদেয়াল ভাঙ্গার মতো আক্রমন গড়তে পারেননি মেসির। যে কারণে বল নিয়ন্ত্রণে আজর্জেন্টিনার দাপট অব্যাহত থাকে বেশি। নিয়ন্ত্রণ বেড়ে ৬৮-তে যায়। এ সময় পর্যন্ত মেক্সিকো ১০টি, আর্জেন্টিনা ৪টি ফাউল করে।
মেক্সিকো যেখানে প্রথম ১০ মিনিটেই কর্নার আদায় করে নিয়েছ, সেখানে আর্জেন্টিনা প্রথম কর্নার পায় ৩০ মিনিট পর। এই ১০ মিনিট আর্জেন্টিনা কিছু গোছালো ফুটবল খেলে ২টি কর্ণার আদায় করে নেয়। একটি সুযোগও তৈরি করে। দ্বিতীয় কর্ণার সরাসরি না মেরে ডি মারিয়াকে পাস দিলে, পরে ডি মারিয়া ক্রস থেকে মার্টিনেজের হেড বারের উপর দিয়ে চলে যায়। এটিই ছিল আর্জেন্টিনার বলার মতো এই অর্ধে একমাত্র সুযোগ। বল দখলে যথারীতি ছিল আজর্জেন্টিনার দাপট।
প্রথমার্ধেরে শেষ ৫ মিনিট ছিল আবার মেক্সিকোর। এ সময় আর্জেন্টিনা নিশ্চিত একটি গোল হজম করা থেকে রক্ষ পায় গোলরক্ষক মার্টিনেজের অসম্ভব দৃঢ়তায়। ৪৪ মিনিটে ফ্রি কিক থেকে অ্যালেক্সি ভেগার শট গোলে ডুকার মুহুতের গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ ডান দিক দিয়ে শুন্যে শরীর ভাসয়ে দিয়ে বল গ্রিপে নিয়ে দলকে বাঁচান। প্রথমার্ধে আর্জেন্টিনা ৬৭ ও মেক্সিকো ৩৩ ভাগ বল দখল রাখে।
এমপি/এএস