বিশেষ ‘অনুভূতি’ মরক্কোর শক্তির উৎস
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় সমতুল্য ড্রয়ে বিশ্বকাপ শুরু করেছে মরক্কো। রবিবার (২৭ নভেম্বর) আরেকটি অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে তাদের জন্য। দোহায় আল থুমামা স্টেডিয়ামে মোকাবিলা করতে হবে শক্তিশালী বেলজিয়ামকে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে দুই দল। কঠিন এই পরীক্ষার আগে বিশেষ ‘অনুভূতি’ মরক্কোর শক্তির উৎস।
অবাক করার মতো হলেও এটা সত্য যে মরক্কোর ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে ১৪ জনই দেশের বাইরের। এদের মধ্যে চারজন- সেলিশ আমাল্লাহ, বিয়াল এন খানৌস, আনাস জারৌরি এবং ইলিয়াস চেয়ার বেলজিয়ান বংশোদ্ভুত। ওয়ালিদ রেগ্রাগুইয়ের মতে, তার চার শিষ্যের বিশেষ ‘অনুভূতি’র সুফল পাবে পুরো দল।
শনিবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে মরক্কো কোচের ভাষ্য ছিল ঠিক এমনটাই। রেগ্রাগুই বলেন, ‘তাদের একটি বিশেষ অনুভূতি এবং একটি ইতিবাচক শক্তি রয়েছে। এটার মাধ্যমে চেষ্টা করতে হবে। আমরা সবাই জানি এটা তাদের জন্য একটি বিশেষ ম্যাচ। তবে আমাদের যা করতে হবে তা হলো প্রতিদ্বন্দ্বীতা।’
তবে প্রত্যাশার সব চাপ চার খেলোয়াড়ের কাঁধে চাপিয়ে দেওয়ার পক্ষেও নন রেগ্রাগুই। তিনি বলেন, ‘আমি প্রায় চার খেলোয়াড়ের একজনকে সংবাদ সম্মেলনে নিয়ে এসেছি এবং তারপরে বুঝতে পেরেছিলাম যে আমার এটা করা উচিত নয়। কারণ এটা তাদের উপর চাপ সৃষ্টি করে।’
আমাল্লাহ এবং ইলিয়াসদের ওপর থেকে চাপ কমাতে হাকিম জিয়েখ এবং আশরাফ হাকিমিকে ম্যাচের শুরু থেকে খেলানোর ভাবনায় মরক্কো কোচ। তবে দুজনেই ভুগছেন ফিটনেস নিয়ে। এ প্রসঙ্গে রেগ্রাগুই বলেন, ‘আমাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা তাদের ম্যাচের শুরুতে নামানোর ঝুঁকি নিব কিনা, সেটা আগামীকাল দেখা যাবে।’
সব ছাপিয়ে গ্রুপ পর্বের বাধা টপকানোই এখন প্রধান লক্ষ্য মরক্কো কোচের। তিনি বলেন, ‘আমরা গ্রুপে মৃত্যুর মুখে আছি। সবাই ভেবেছিল কানাডা সহজ প্রতিপক্ষ হবে কিন্তু তেমনটা মনে হচ্ছে না। এই গ্রুপ মৃত্যুকূপ। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। বেলজিয়াম ফেবারিট। তাদের দুর্দান্ত একজন কোচ এবং দারুণ সব খেলোয়াড় আছে।’
প্রতিপক্ষ হিসেবে মরক্কোকে সমীহ করছে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা বেলজিয়ামও। শনিবার সংবাদ সম্মেলনে কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘তাদের দলে বিচক্ষণতা এবং গুনগত মানের দারুণ একটি মিশ্রন রয়েছে। তারা সুসংগঠিত, সুশৃঙ্খল এবং যে কারো চোখে চোখ রাখে। তারা অবিশ্বাস্য।’
ম্যাচ ফ্যাক্ট
* বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হবে বেলজিয়াম এবং মরক্কো। ১৯৯৪ সংস্করণে দুই দলের দেখায় বেলজিয়াম জিতেছে ১-০ গোলে।
* সব প্রতিযোগিতা মিলিয়ে বেলজিয়ামের বিপক্ষে সবশেষ দেখায় মরক্কো জিতেছে ৪-১ গোলে। সেটা ২০০৮ সালে, প্রীতি ম্যাচে। তার আগে বেলজিয়ানদের কাছে দুই ম্যাচ হেরেছে মরক্কো।
* বিশ্বকাপে কখনও আফ্রিকান দেশের বিপক্ষে হারেনি বেলজিয়াম (৩ জয়, ১ ড্র)। প্রতিটি টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ ছিল। ২০১৮ সালে সর্বশেষ তিউনিশিয়ার সঙ্গে ৫-২ গোলে জিতেছে তারা।
* বিশ্বকাপে ৫০তম ম্যাচ খেলতে নামবে বেলজিয়াম। টুর্নামেন্টে ১২তম অংশগ্রহণে এই মাইলফলক স্পর্শ করবে দলটি।
* বেলজিয়াম বিশ^কাপে তাদের সবশেষ আট গ্রুপ পর্ব ম্যাচের প্রতিটি জিতেছে। আরেকটি জয় পেলে টুর্নামেন্টে প্রথম দল হিসেবে টানা ৯ গ্রুপ ম্যাচ জয়ের রেকর্ড গড়বে দলটি।
* মরক্কো বিশ্বকাপে তাদের ৫৩ শতাংশ ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে (১৭ ম্যাচের মধ্যে ৯টিতে)।
* ২০১৪, ২০১৮ ও ২০২২ সংস্করণে বেলজিয়াম তাদের ১৩ ম্যাচের ১১টি জিতেছে। এর মধ্যে ৭ জয় এসেছে রবার্তো মার্টিনেজের অধীনে। বিশ্বকাপে রেড ডেভিলসদের ডাগ আউটে দাঁড়ানো কোচদের মধ্যে এটাই সেরা সাফল্য।
* বিশ্বকাপে মরক্কো তাদের ১৭ ম্যাচের মধ্যে মাত্র ২টি জিততে পেরেছে (৬ ড্র, ৯ হার)। আগের পাঁচবার অংশগ্রহণে চারবারই তাদের দ্বিতীয় গ্রুপ ম্যাচ হেরেছে তারা।
এসআইএইচ
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)