দুই মিনিটেই শেষ রোনালদোর সংবাদ সম্মেলন!
যে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে চলছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের, সেই রোনালদোর কাঁধে চড়েই জয়ে বিশ্বকাপ শুরু করল পর্তুগাল। গতকাল ঘানার বিপক্ষে দলের ৩-২ গোলে জয়ের রাতে ম্যাচ সেরা হয়েছেন সিআর-সেভেন। এরপর যখন সংবাদ সম্মেলনে উঠে ম্যানইউ প্রসঙ্গ। তাতে মাত্র দুই মিনিটেই কথা বলার আনুষ্ঠানিকতা শেষ করেন রোনালদো!
দোহায় ৯৭৪ স্টেডিয়ামে রোনালদোর ফুটবল জাদুতে কাটে ম্যাচের গোলখরা। পেনাল্টি আদায় করার পর শট নিতে এসে ৬৫ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি। গড়েন বিশ্বরেকর্ড। পাঁচ বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার এখন পর্তুগিজ যুবরাজ। তার রেকর্ডের রাতে জালের দেখা পান জোয়াও ফেলিক্স ও রাফায়েল লিও।
৮৮ মিনিটে দলের সেরা অস্ত্রকে মাঠ থেকে তুলে নেন কোচ ফার্নান্দো সান্তোস। তার আগ পর্যন্ত রোনালদো মুগ্ধতা ছড়িয়েছেন পায়ের জাদুতে। এরই উপহারস্বরূপ পেয়েছেন ম্যাচসেরার খেতাব। তবুও সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে প্রাধান্য পায় ম্যানইউ প্রসঙ্গ। তাই মাত্র ১৩২ সেকেন্ড কথা বলে কনফারেন্স রুম ত্যাগ করেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।
সংবাদ সম্মেলনে ম্যানইউর নাম উঠতেই রোনালদো মাথা নেড়ে বলেন, ‘আমরা জিতেছি এটাই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টি শেষ করা একটি সপ্তাহ ছিল। এটি এখন শেষ। আমরা এখানে শুরু করেছি, আমরা জিতেছি। আমি আমার দল এবং স্কোয়াডে থাকা সবাইকে সাহায্য করতে চাই।’
পর্তুগিজ যুবরাজ যোগ করেন, ‘এটি একটি সুন্দর মুহূর্ত ছিল। আমার পঞ্চম বিশ্বকাপ। জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি, এই টুর্নামেন্টে প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। তবে বিশ্ব রেকর্ড, পাঁচ বিশ্বকাপে গোল একমাত্র খেলোয়াড়- এটা আমাকে খুব গর্বিত করে।’
এসএন