নেইমারের কান্নায় ‘দুশ্চিন্তা’ ব্রাজিল শিবিরে
জয়ে বিশ্বকাপ শুরু করেছে ব্রাজিল। শুভ সূচনার ম্যাচে দুঃখ হয়ে এসেছে নেইমারের চোট। কতটা গুরুতর সেই ইনজুরি তা জানা যাবে আজ। তবে বিজয়ের দিনে নেইমারের কান্নায় ‘দুশ্চিন্তা’ ব্রাজিল শিবিরে।
বৃহস্পতিবার রাতে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে বেশ কয়েকবার ফাউলের শিকার হন নেইমার। দ্বিতীয়ার্ধে তাকে বেশ বাজেভাবেই ট্যাকল করেন নিকোলো মিলেনকোভিচ। আঘাত পাওয়ায় ম্যাচের ৮০ মিনিটের মাথায় তাকে মাঠ থেকে তুলে নেন কোচ তিতে।
ম্যাচ শেষে যখন জয়ের আনন্দে মাতোয়ারা, তখন বেঞ্চে বসে নেইমারের শিশুসুলভ কান্না আবেগে ভাসায় সবাইকে। পিএসজি ফরোয়ার্ডের আঘাতপ্রাপ্ত স্থানের ছবি দেখার পর ভয় চেপে ধরেছে ভক্তদের। কেননা, ছবিতে দেখা গেছে যে তার ডান পায়ের গোড়ালি প্রচণ্ডভাবে ফুলে গেছে।
ব্রাজিলের টিম ডাক্তার রদ্রিগো লাসমার নিশ্চিত করেছেন নেইমারের চোট পাওয়ার বিষয়টি। একইসঙ্গে জানিয়েছেন, আজ মেডিক্যাল টেস্টের রিপোর্ট পাওয়ার অপেক্ষায় তারা, ‘শুক্রবার নতুন করে মূল্যায়ল করা হবে। এখন আমাদের অপেক্ষা করতে হবে। এখনই মন্তব্য করা বেশি আগে হয়ে যায়।’
তবে বিশ্বকাপের বাকি অংশে নেইমারকে পেতে আশাবাদী তিতে, ‘আমরা আত্মবিশ্বাসী যে নেইমার বিশ্বকাপে খেলা চালিয়ে যাবে।’
এসএন