কোরিয়া-উরুগুয়ের ম্যাচে জেতেনি কেউ
ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণ হলো ভালোই। বেশি সুযোগ পেল উরুগুয়ে। রক্ষণ সামলে কয়েকবার নজরকাড়া আক্রমণ করল দক্ষিণ কোরিয়াও। কিন্তু গোলের খেলা ফুটবল, সেই গোলই দেখা গেল না ম্যাচে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) 'এইচ' গ্রুপের ম্যাচে উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।
ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোলে শট নেয় উরুগুয়ে। হোসে মারিয়া হিমেনেসের লম্বা পাসে বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে শট নেন উরুগুয়ের ভালভার্দে। বল চলে যায় ক্রসবারের উপর দিয়ে।
তিন মিনিট পর সুয়ারেজের পাসে বক্সের মধ্যে লাফিয়ে ভলি করার চেষ্টায় বলে পা ছোঁয়াতে পারেননি লিভারপুল ফরোয়ার্ড নুনেস। ২৭ মিনিটে পাল্টা আক্রমণে আরেকটি দারুণ সুযোগ তৈরি করে উরুগুয়ে। তবে বিপদমুক্ত করেন গোলরক্ষক কিম সিউং-জু।
৩৪ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় দক্ষিণ কোরিয়া। তবে বল উড়িয়ে মেরে হতাশ করেন ফরোয়ার্ড হওয়াং উই-জো। বিরতির আগে ভাগ্যের ফেরে গোল পায়নি উরুগুয়ে। কর্নারে অভিজ্ঞ ডিফেন্ডার দিয়েগো গডিনের হেড পোস্টে লাগে।
দ্বিতীয়ার্ধেও দুই দলের লড়াই হয়েছে বেশ। এই অর্ধে উরুগুয়ে ছিল একটু বেশি আক্রমণাত্মক। ৯০ মিনিটে জয়সূচক গোল পেতেও পারত দলটি। কিন্তু ভাগ্য সহায় হয়নি। ভালভার্দের বুলেট গতির শট ফিরে আসে পোস্টে লেগে। অতিরিক্ত সময়ে দক্ষিণ কোরিয়াও গোলের সুযোগ তৈরি করেছিল দুটি। কিন্তু কোনো শট লক্ষ্যে থাকেনি। শেষ অবধি পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
এসজি