ব্রাজিল শিবিরে তিন মডেল!
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
যে শিরোপা জয় অভ্যাসে পরিণতি করেছিলেন পেলে-রোনালদো-কাকারা, তার পেছনে ছুটতে ছুটতে হয়রান নেইমারের ব্রাজিলের। সেলেকাওরা দুটো দশক পার করে দিয়েছে হেক্সার স্বপ্ন দেখে। সেই অপেক্ষার অবসান ঘটাতে ব্রাজিল শিবিরে তিন মডেল নিয়ে হাজির তিতে!
এখানে মডেল বলতে ‘শোবিজ’ জগতের কোনো অভিনেতা-অভিনেত্রী কিংবা মিডিয়ার পাড়ার কেউ নন। বিশ্বকাপ জিততে তিনটি পরিকল্পনা সাজিয়ে এগুচ্ছে ব্রাজিল। সেটাকেই ‘তিন মডেল’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন তিতে।
বুধবার (২৩ নভেম্বর) ব্রাজিলিয়ান কোচ বলেন, ‘আমাদের তিনটি মডেল আছে এবং আমরা যে প্রতিপক্ষের মুখোমুখি হবো সে অনুযায়ী নিজেদের গুছিয়ে নেব। খেলোয়াড়রা এটা জানে এবং এ সম্পর্কে সচেতন।’
আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। লুসাইল আইকনিক স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ সার্বিয়া। তার আগে সংবাদ সম্মেলনে তিতে আরও বলেন, ‘রাশিয়া বিশ্বকাপে আমাদের দল প্রস্তুত করার জন্য মাত্র দুই বছর ছিল। এবার আমি আমার মতো করে দল গড়েছি। এ কারণে আমার আজকের অনুভূতি চার বছর আগের থেকে সম্পূর্ণ ভিন্ন। আমি স্নায়ু চাপে নেই, কারণ সব কাজ হয়ে গেছে।’
চাপের প্রসঙ্গে এভাবেই উড়িয়ে দেন নেইমারদের গুরু, ‘চাপ থাকাটা স্বাভাবিক। ফুটবলে ব্রাজিলের বড় ইতিহাস রয়েছে। সেই কারণে সবসময় অনেক চাপ থাকে। আমাদের কিছু খেলোয়াড় আছে, যারা বিশ্বের সবচেয়ে বড় মিডিয়ার মনোযোগ আকর্ষণ করে। তাই চাপটাকে আমরা স্বাভাবিকভাবে নিই। কাতারে আমরা বিশ্বকাপ জিততেই এসেছে। চাপও অনিবার্য।’
সব ছাপিয়ে নিজের ‘তিন মডেল’ তত্ত্বে পুরো আস্থা রাখছেন তিতে, ‘আমি একজন কোচ হিসেবে, আমরা প্রতিটি খেলোয়াড়ের সেরা বৈশিষ্ট্যগুলোকে সম্ভাবনাময় করার ক্ষমতা থাকতে হবে। ভিনিসিউস (জুনিয়র) এমন একজন খেলোয়াড় যে তার ক্লাবের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ তৈরি করেছে। তারা নিজের পরিচয়ে পরিচিত। এখন আমার কাজ তাদের আমার পরিকল্পনায় ফিট করা।’
এমএমএ/
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)