জাপান বিস্ময়ে ধরাশায়ী জার্মানি
কাতার বিশ্বকাপে এশিয়ার দেশ অঘটন ঘটিয়েই চলেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরব ২-১ গোলে দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে অঘটন শুরু করেছিল। সেই পথে এবার হেটেছে সূর্যোদলের দেশ জাপান। একই ব্যবধানে তারা হারিয়েছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে।
সৌদি আরবের মতো জাপানও প্রথম গোল হজম করেছিল। এই গোলটিও ছিল আর্জেন্টিনার মতো প্রথমার্ধে পেনাল্টি থেকে। তারপর সৌদি আরব দ্বিতীয়ার্ধে ২ গোল করে ম্যাচ নিজেদের করে নিয়েছিল। জাপানও দ্বিতীয়ার্ধে ২ গোল করে ম্যাচ জিতে দ্বিতীয় অঘটনের জন্ম দেয়।
ধারেভারে এগিয়ে ছিল জার্মানি। তবে এশিয়ার পরাশক্তি জাপান দেখালো চমক। কাতার বিশ্বকাপ ফুটবলে সৌদি আরবের পর এবার জাপানের চমক। সাবেক চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ধরাশায়ী করেছে ব্লু সামুরাইরা।
বুধবার (২৩ নভেম্বর) ই গ্রুপের ম্যাচে জার্মানির বিরুদ্ধে জাপানের জয় ২-১ ব্যবধানে। জার্মানির বিরুদ্ধে জয়ের কোনো রেকর্ড ছিল না জাপানের। পাঁচবারের মুখোমুখিতে জার্মানির জয় তিনটি, দুটিতে ড্র। বিশ্বকাপে প্রথমবারের মতো দুই দলের লড়াইটা রাঙিয়ে রাখল সূর্যদোয়ের দেশটি।
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের প্রথম অঘটন ঘটিয়েছে এশিয়ার দেশ সৌদি আরব। এবার আরেক এশিয়ার পরাশক্তিতে ধরা খেল ইউরোপের পাওয়ার হাউজ খ্যাত জার্মানি।
পাল্টা-আক্রমণে ম্যাচে প্রথম ভালো সুযোগটা তৈরি করে টানা সপ্তমবার বিশ্বকাপে খেলতে আসা জাপান। অষ্টম মিনিটে সতীর্থ মিডফিল্ডার জুনিয়া ইতোর ক্রস ডি-বক্সে পেয়ে জালে পাঠান ফরোয়ার্ড ডেদাইজেন মায়েদা। তবে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।
তারপর থেকে একের পর এক আক্রমণে জাপানকে কাঁপিয়ে দেয় জার্মানরা। ৩৩ মিনিটে সফল স্পট-কিকে জার্মানিকে এগিয়ে নেন গিনদোয়ান। রাউমকে গোলরক্ষক গোন্দা ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি (১-০)।
প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে কিমিখের শট ঠেকান গোলরক্ষক। পরক্ষণে সের্গে জিনাব্রির পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান কাই হাভার্টজ। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।
দ্বিতীয়ার্ধে আসল চমক দেখায় জাপান। ৭০ মিনিটের পর যদিও দুটি সুবর্ণ গোলের সুযোগ নষ্ট করে জার্মানি। এরপরই যেন নতুন রুপে হাজির এশিয়ার দেশটি। ৭৫ মিনিটে রিটসু দোয়ানের গোলে ম্যাচে সমতা আনে জাপান।
৮ মিনিট পর জার্মানির হৃদয় এফোড় ওফোড় করে দিয়ে তাকুমা আসানোর গোল। ২-১ এ লিড জাপানের। শেষ দিকে গোল শোধে অনেক চেষ্টা করেও পারেনি জার্মানি। ইতিহাস গড়া জয় দিয়ে মাঠ ছাড়ে জাপানিজরা।
এমপি/এএস/এমএমএ/