মাঠে নেমেই নয়্যারের কীর্তি
বিশ্বকাপ ফুটবলে বুধবার কাতারের খলিফা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে জার্মানি ও জাপান। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন জার্মানির অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। দেশটির প্রথম গোলরক্ষক হিসেবে টানা চারটি বিশ্বকাপ খেলছেন তিনি।
জার্মানির হয়ে নয়্যার প্রথম বিশ্বকাপ খেলেন ২০১০ দক্ষিণ আফ্রিকায়। সেমি থেকে বিদায় নেন জার্মানি। পরের আসরে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে জার্মানি। সাত ম্যাচের চারটিতে জাল অক্ষত রেখে জিতে নয়্যার জিতে নেন সেরা গোলরক্ষকের পুরস্কার।
২০১৮ সালের রাশিয়া আসরে জার্মানি ছিল হতাশায় পূর্ণ। সেবারই প্রথম বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেন নয়্যার। কিন্তু কপাল খারাপ। গ্রুপ পর্বে তিন ম্যাচে দুই হারে মিশন শেষ হয় ইউরোপের পরাশক্তিদের।
এবার নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে জার্মানদের অধিনায়ক ৩৬ বছর বয়সী নয়্যার। কেমন করবে তার নেতৃত্বে জার্মানি, তা সময়ই বলে দেবে।
এমএমএ/