গত আসরের ফাইনালিস্টদের রুখে দিল মরক্কো
রাশিয়ায় শিরোপার দোড়গোড়ায় গিয়ে তা জেতা হয়নি ক্রোয়েশিয়ার। ২০১৮ সালে ফাইনাল হেরেছিল ফ্রান্সের কাছে। এবার কাতারে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলেন লুকা মদ্রিচরা।
গত আসরের ফাইনালিস্টদের রুখে দিয়েছে মরক্কো। ‘এফ’ গ্রুপের ম্যাচটি শেষ হয়েছে কোনো গোল ছাড়াই। চলতি বিশ্বকাপে এটি তৃতীয় গোলশূন্য ম্যাচ।
বুধবার (২৩ নভেম্বর) আল বায়েত স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচটির প্রথমার্ধে ফুটবলের মুগ্ধতা ছড়াতে পারেনি ৪-৩-৩ ফর্মেশনে খেলতে নামা দুই দল। মরক্কো এতটাই এলোমেলো ছিল যে এই অর্ধে একটি শটও নিতে পারেনি। ক্রোয়েশিয়ার অন-শট ছিল মাত্র একটি। দুই দলের পাঁচ শতাধিক পাসে কেবল পার হয়েছে ম্যাচের প্রথম ৪৫ মিনিট।
ইনজুরি সময়ে অবশ্য বড় বাঁচা বেঁচে গেছেন ইয়াসিন বুনো। মরক্কো গোলরক্ষকের ভুলে বল পেয়ে যান বর্না সুসা। বাঁ প্রান্ত দিকে দ্রুত ছুটে গিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ক্রস খেলেন ক্রোয়াট ডিফেন্ডার এবং নিকোলাস নেন শট, যা রুখে দিয়ে ভুলের খেসারত দেন বুনো।
এর আগে ম্যাচের অষ্টাদশ মিনিটে দারুণ একটি আক্রমণ গড়ে তোলেন হাকিম জিয়েখ। সতীর্থ ইউসেফ এন-নেসেরির উদ্দেশে ক্রস বাড়ান চেলসির এই মিডফিল্ডার। কিন্তু আপ্রাণ চেষ্টা করে বলের কাছে পৌঁছাতে পারেননি মরক্কোর আক্রমণভাগের সেরা খেলোয়াড়।
দ্বিতীয়ার্ধে বল দখলে আধিপত্য বাড়ায় ক্রোয়েশিয়া। কিন্তু প্রতিপক্ষের গোলমুখে একটি শটও নিতে পারেনি ডালিচের শিষ্যরা। বলার মতো তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি মরক্কোর ফুটবলাররাও। তাতে নিষ্প্রাণ ড্রয়ে কাতার বিশ্বকাপ শুরু করল দুই দল।
এমএমএ/