সৌদী আরবকে হামাস ও হুতিদের অভিনন্দন
ফিলিস্তিনের হামাস আন্দোলন সৌদী আরবকে আর্জেন্টিনাকে হারানোয় অভিনন্দন জানিয়েছে।
গতকাল মঙ্গলবার ইয়েমেনের হুতি আন্দোলনও দেশটিকে এজন্য অভিনন্দন জানিয়েছে। এটি একটি আঞ্চলিক শক্রর বিপক্ষে অপ্রত্যাশিত অগ্রগতি।
হুতি রাজনৈতিক অফিসের একজন সদস্য এবং ইয়েমেনের রাজধানী ও সবচেয়ে বড় ঐতিহাসিক শহর সানায় তাদের তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র দায়ফাল্লাহ আল-শামি টুইটারে সৌদী ফুটবল দলকে প্রশংসা করেছেন।
শামি বলেছেন, ‘হাজার, হাজারবারের অভিনন্দন সৌদী জাতীয় দলকে আর্জেন্টিনার বিপক্ষে এই জয়লাভের জন্য। এই জয় আরব ফুটবলকে মানচিত্রে ফিরিয়ে এনেছে।’
হুতিদের বন্দী বিষয়ক কমিটির চেয়ারম্যান আবদুল কাদের আল-মোরতাদাও টুইট করেছেন ‘হাজারবার অভিনন্দন’ বাজপাখিদের আর্জেন্টিনার বিপক্ষে জয় লাভের জন্য। তবে পরে তিনি পোস্টটি ডিলিট করেছেন।
তিনি লিখেছিলেন, ‘অবশিষ্ট আরব দলগুলোকে এমন ধরনের জয়লাভের জন্য দোয়া করছি আমরা।’
টানা ৩৬ আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড লাতিন ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনার ভেঙে দিয়েছে সৌদী আরব। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম অঘটনের জন্ম দিয়েছে।
হুতিদের অফিসারদের এই মন্তব্যগুলো একটি বিস্ময়ের জন্ম দিয়েছে। কেননা, এই দুটি দল আন্তর্জাতিকভাবে ইয়েমেনের সংঘাতে ২০১৫ সালের মার্চ থেকে গত সাত বছর ধরে যুদ্ধ করে চলেছে। সৌদী আরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে তার নেতৃত্বাধীন সহযোগী জোটকে নিয়ে তখন থেকে ২৪ হাজার ৬ বারের বেশি যুদ্ধবিমানের আক্রমণ চালিয়েছে হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে। তারা অনেকগুলো বেসামরিক অবকাঠামোকেও নির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু করেছেন। পাল্টা আক্রমণ হিসেবে হুতিরা সৌদী আরব ও সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে বারবার মিসাইল ও ড্রোন আক্রমণ করেছেন।
হামাসের রাজনৈতিক অফিস প্রধান এসমাইলু হানিয়া রাজা সালমান ও তার সৌদী আরবীয় মানুষদের দেশটির আর্জেন্টিনার বিপক্ষে ‘মহান জয় লাভ’র জন্য অভিনন্দন জানিয়েছেন।
ফিলিস্তিনীদের আন্দোলন ও সৌদী আরবের মধ্যে বন্ধন অস্বাভাবিক রূপ লাভ করেছে যখন মোহামেদ বিন সালমান ২০১৭ সালে যুবরাজ হয়েছেন। এরপর থেকে তাদের প্রতিপক্ষ ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক উষ্ণ হয়েছে।
সৌদী আরব ২০১৯ সালে ৬৮ জন ফিলিস্তিনী ও জর্দানিকে সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক থাকতে পারার আশংকায় গ্রেপ্তার করেছে।
তাদের মধ্যে আছেন তার দেশে সাবেক ফিলিস্তিনীদের আন্দোলনকারী সংস্থা হামাসের প্রতিনিধি মোহামেদ আল-খুদারিও। তিনি তিন বছরের বেশি একটি সৌদী কারাগারে বন্দী থাকার পর এই বছরের অক্টোবরে কারামুক্ত হয়েছেন।
ওএফএস/এমএমএ/