সৌদিতে চলছে সরকারি ছুটি

অত্যাশ্চর্য জয়ে বিশ্বকাপ শুরু করেছে সৌদি আরব। লাতিন অঞ্চলের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছে ২-১ গোলে। বিশ্বমঞ্চে জাতীয় দলের সেই সাফল্যে সৌদিতে চলছে সরকারি ছুটি।
বুধবার (২৩ নভ্ম্বের) সৌদিতে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন বাদশা সালমান। সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের ২৪ ঘণ্টার ছুটি দিয়েছেন তিনি। বন্ধ রয়েছে স্কুলগুলোও। ৩৫ মিলিয়নের দেশটি ২৬ নভেম্বর পোল্যান্ড এবং ৩০ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে হার্ভে রেনার্ডের শিষ্যদের আরও দুটো শক্তিশালী পারফরম্যান্স দেখার আশায়।
গ্রুপ পর্বে আরেকটি জয় পেলে সৌদি ফুটবলাররা অনেকটাই এগিয়ে যাবে দ্বিতীয় রাউন্ডের পথে, যা শুরু হবে ২ ডিসেম্বর। ধারণা করা হচ্ছে, জাতীয় ফুটবল দলকে সমর্থন জানাতে পরের দুই ম্যাচের জন্য হলেও কাতারে সংক্ষিপ্ত ভ্রমণে যাবে কয়েক হাজার সৌদি।
আপাতত সরকারি ছুটি পেয়ে দেশেই উৎসবে মেতেছে সৌদির সাধারণ জনগণ। জেদ্দার দোকান ও ক্যাফেতে বাজছে সৌদির জাতীয় সংগীত। কেউ কেউ রাস্তায় উল্লাস ও গান গেয়ে উদযাপন করছেন ঐতিহাসিক জয়। চলছে মিষ্টি বিতরণও।
এসএন
