‘আমার স্বপ্ন ব্রাজিল জাতীয় দলের জন্য সবচেয়ে বেশি গোল করা’
বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরিহিত নেইমার জুনিয়র। তিনি অসাধারণ স্ট্রাইকার ও প্লে-মেকার। ইতিহাসের তিনজন খেলোয়াড়ের একজন হিসেবে তিনি ভিন্ন ভিন্ন তিনটি দলের হয়ে সেরা লিগে অন্তত ১০০ গোল করেছেন। নেইমারের সাম্প্রতিক দেওয়া সাক্ষাৎকারের সংক্ষিপ্ত রূপ নিম্নে দেওয়া হলো:
ব্রাজিল জাতীয় দলের সঙ্গে আপনার প্রথম গোলটি (২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০)?
আমাদের জাতীয় দলটির জন্য আমার প্রথম গোলের স্মৃতিটি এভাবে মনে পড়ে-হাঁটু গেড়ে বসে যা কিছু ঘটেছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। এই সবকিছুই অত্যন্ত দ্রুত ঘটেছে। আমার জীবনের সবচেয়ে সুন্দর বিষয়গুলোর একটি হলো তা-একটি গোল আমার জীবনে দলের জন্য।
আপনার সবচেয়ে প্রিয় বন্ধুদের একজন মেসির সঙ্গে প্যারিসে খেলার স্মৃতি?
আমি খুব খুশি, খুব সন্তুষ্ট মেসিকে প্যারিস-সেন্ত জার্মেইতে পেয়েছি। সে কেবল একজন ফুটবল আইডল নয়, একজন উচ্চতম মানের খেলোয়াড় ও একজন জিনিয়াস। সে আমার বন্ধুও। যখন আপনার পাশে বন্ধুরা থাকে, আপনার ব্যক্তিগত জীবনও নির্মল এবং শান্তিপূর্ণ হয়।
আপনার কাছে পেলে মানে কী এবং আপনি কী মনে করেন ব্রাজিল দলের জন্য তিনি যে গোলের রেকর্ড করেছেন অতিক্রম করতে পারবেন?
পেলে মানে ফুটবল। যখন থেকে অনুভব করতে পেরেছি যে ফুটবল কী, আমি সবসময় পেলের নামটি শুনেছি। যদি কেউ রাস্তায় থাকে, কোনো মাঠে বা কোনো স্কুলে-তিনজন খেলোয়াড়কে ড্রিবলিং করে পার হয়ে যায় এবং একটি গোল করে, কেউ না কেউ সবসময়ই বলছে, ‘তুমি পেলের মতো একটি গোল করেছ।’ যদি আমাদের কোনো বিদ্যালয়ে কেউ অভিনয়ে উপরে উঠে যায় এবং ভাবে তারা বা সে সেরা, ‘আমরা বলি, তুমি কী মনে করো, তুমি পেলে?’ এই ধরনের অভিজ্ঞতা যখন থেকে আমি একটি শিশু, শুনে আসছি। আমার কাছে পেলে ফুটবলের রাজা, ব্রাজিলের সবচেয়ে বড় আইডল। আমাদের ফুটবল ও দেশের জন্য তিনি যা করেছেন, সেজন্য আমার তার প্রতি বিপুল পরিমাণ শ্রদ্ধা রয়েছে। যদি এখন ব্রাজিল ফুটবলের জন্য বিশ্বখ্যাত হয়, তার কারণে হয়েছে। আমরা সত্যিই আর্শীবাদপুষ্ট যে, পেলে ব্রাজিলে জন্মেছিলেন।
ফুটবলের কোন রেকর্ডটি আপনি অর্জন করতে চান?
আমি মনে করি সেটি ব্রাজিল জাতীয় দলের জন্য সবচেয়ে বেশি গোল করা। আমি মনে করি, এই অর্জনটি আমি করতে চাই আমার দেশের জন্য, যে জাতীয় দলের জন্য আমি খেলি এবং যে দেশে জন্মগ্রহণ করেছি তার জন্য। আমি মনে করি না যে, বলতে পারব, যদি গোলের অর্জনটি করতে পারি-আমার কেমন লাগছে।
ফুটবলের বাইরে আপনার আইডল কে?
মাইকেল জর্ডান। তিনি এমন একজন মানুষ যিনি আমাকে উৎসাহিত করেন। আমি বিশ্বাস করি, আমাদের একই ধরনের জীবনের গল্প আছে। আমি তার কাছ থেকে প্রচুর পরিমাণে উৎসাহ লাভ করেছি আমার জীবনে, যে কাজগুলো তিনি করেছেন ও যে কথাগুলো তিনি বলেছেন। ফলে তিনি আমার একজন আইডল বা আদর্শ।
কেন আপনি রেড বুল নেইমার জুনিয়র’স ফাইভ তৈরি করেছেন?
এই ভাবনাটি রেড বুলের সঙ্গে একত্রে এসেছে। এটি ব্রাজিলের স্ট্রিট বা রাস্তার ফুটবলনির্ভর একটি আধুনিক রাস্তার ফুটবল আসো আমরা বলি। সেটি হলো ৫ জনের বিপক্ষে ৫ জন। কোনো গোলকিপার নেই। কিছুক্ষণের জন্য একটি গতিশীল খেলা সঙ্গে দ্রুত চিন্তাভাবনা চলছে। ফলে আমি জীবনে এই ভাবনাটিকে নিয়ে আসতে চেয়েছিলাম।
নেইমার জুনিয়র’স ফাইভের সবচেয়ে সুন্দর ফাইনাল কী দেখতে চাইবেন?
আমার প্রিয় মুহূর্ত? পুরুষ ও নারীদের ফাইনাল দেখতে চাওয়া। এই দুটি ফাইনাল খেলা আমি দেখতে সবচেয়ে পছন্দ করব।
খেলার পর আপনাকে কোচিংয়ে দেখা যাবে? রোল মডেল কে হবেন?
না আমি কোচিং বা ফুটবল প্রশিক্ষক জীবন শুরু করার পরিকল্পনা করছি না, সেখান থেকে বহু দূরে আছি। এখনো জানি না, আমি কী করতে যাচ্ছি, আমি সিদ্ধান্ত নেইনি। তবে আমি এখনো তার থেকে বহুদূরে আছি। আসুন, আমরা দেখি কী ঘটে ।
অনুবাদ: ওমর শাহেদ