রোনালদোর ম্যানইউ পর্বের সমাপ্তি
মৌসুমের শুরু থেকেই চলছিল টানাপোড়েন। বিশ্বকাপের আগে তা রূপ নেয় চরম তিক্ততায়। কোচ টেন হাগের কড়া সমালোচনা করে আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনালদো। তখনই বুঝা গিয়েছিল ম্যানইউর সঙ্গে সম্পর্কটা ভাঙনের পথে সিআরসেভেনের। শেষ পযন্ত তাই হলো। রোনালদো যখন বিশ্বকাপ খেলতে কাতারে, তখনই পর্তুগিজ উইঙ্গারের সঙ্গে চুক্তি বাতিল করল ম্যানচেস্টার ইউনাইটেড।
ক্লাবের ওয়েবসাইটে দেওয়া মঙ্গলবারের বিবৃতিতে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ম্যানইউ অবশ্য বিবৃতিতে লিখেছে, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
জুভেন্টাসে তিন মৌসুম কাটিয়ে গত বছর আগস্টে একরকম নাটকীয় দলবদলে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরেন রোনালদো। ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদের অভিষেক মৌসুমটা দলগতভাবে ভালো না কাটলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন রোনালদো। ছিলেন মৌসুমের সেরা খেলোয়াড়। কিন্তু দল শীর্ষ চারে থেকে লিগ শেষ করতে না পারায় এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারছে না তারা। আর এই কারণে রোনালদো গত গ্রীষ্মের দলবদলে অন্য কোথাও যেতে চাচ্ছিলেন বলে খবর আসে। গুঞ্জন বারবার জোরাল হলেও ক্লাব তাকে ছাড়তে ছিল নারাজ।
চলতি মৌসুমের শুরুতেই সবকিছু দ্রুত বদল যেতে শুরু করে। দুই ম্যাচ পরই টেন হাগের পছন্দের ‘দ্বিতীয় তালিকায়’ পড়ে যান ৩৭ বছর বয়সী রোনালদো। শুরুর একাদশে জায়গা হারানোর পাশাপাশি এমন অনেক ম্যাচ গেছে, বদলি নামারও সুযোগ পাননি তিনি। এতে মাঝেমধ্যে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে তাকে। এজন্য পেতে হয় নিষেধাজ্ঞার শাস্তি, গুনতে হয় জরিমানাও।
এরপরই গত সপ্তাহে ব্রডকাস্টার পিয়ার্স মর্গ্যানকে দেওয়া দেড় ঘণ্টার সাক্ষাৎকারে মনে পুষে থাকা সব ক্ষোভ ঝাড়েন রোনালদো। ক্লাব কর্তৃপক্ষ নাকি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। টেন হাগের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে রোনালদো বলেন, এই ডাচ কোচ তাকে শ্রদ্ধা করেন না বিধায় তিনিও কোচকে সম্মান করেন না। আর ক্লাবটির মালিক গ্লেজার পরিবারকে নিয়ে তারকা ফরোয়ার্ড বলেন, তারা ক্লাবের উন্নতি ও খেলার মান নিয়ে একদমই ভাবে না।
এরপর যা হবার তাই হলো। চুক্তি বাতিল। বিশ্বকাপ শেষে আগামী জানুয়ারির দলবদলে নতুন ঠিকানা খুঁজতে হবে তার। কোন ক্লাবে নতুন বছর শুরু করেন ক্রিশ্চিয়ানো, তাই দেখার বিষয়।
আরএ/