ভুল শুধরে সামনে চোখ আর্জেন্টিনার
বিশ্বকাপে আর্জেন্টিনার শুরুটা হয়েছে সৌদি আরবের বিরুদ্ধে অঘটনের এক হার দিয়ে। হট ফেবারিটের তকমা গায়ে লাগা আর্জেন্টাইনদের নক আউট পর্বে যাওয়াটাই অনেক চ্যালেঞ্জের। সি গ্রুপে বাকি দুই ম্যাচে ভালো করার বিকল্প নেই মেসিদের সামনে। যেখানে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো। যে দুটি দল সৌদির চেয়ে ধারে ভারে অনেক এগিয়ে।
সৌদি ম্যাচের ভুলত্রুটি শুধরে এখন সামনে চোখ আর্জেন্টিনার। প্রথম ম্যাচের হারের চক্কর থেকে বের হয়ে শিষ্যদের ইতিবাচক থাকার আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি।
ফিফা র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা শক্তি, সামর্থ্য, অভিজ্ঞতা সব দিক থেকে এগিয়েই সৌদির সঙ্গে ম্যাচটি শুরু করে। দশম মিনিটে পেনাল্টি গোলে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। এরপর প্রথমার্ধে আরও তিনবার তারা জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে আর্জেন্টিনাকে যে ধাক্কা দেয় সৌদি আরব, তা আর কাটিয়ে উঠতে পারেনি কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।
‘ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আজ একটি হতাশার দিন, কিন্তু আমরা সবসময় বলে থাকি, জেগে ওঠো এবং এগিয়ে যাও। ম্যাচের আগে আমাদের ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছিল, কিন্তু বিশ্বকাপে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই ম্যাচে যে ব্যাপারগুলো ভালোভাবে কাজে লাগেনি, তা নিয়ে কাজ করতে হবে।’ আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে আগামী শনিবার। প্রতিপক্ষ প্রথম ম্যাচে পোল্যান্ডকে রুখে দেওয়া উত্তর আমেরিকার দেশ মেক্সিকো।
আরএ/