অস্ট্রেলিয়াকে হারিয়ে উড়ন্ত সূচনা ফ্রান্সের
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করল ফ্রান্স। ফ্রান্সের পক্ষে জোড়া গোল করেন জিরু। আর ১টি করে গোল করেন এমবাপ্পে ও রাবিও। অন্যদিকে অস্ট্রেলিয়ার পক্ষে গোল করেন গুডউইন।
বিশ্বকাপের গ্রুপ 'ডি'-এর এই ম্যাচে শুরু থেকে মাঝ মাঠের দখল নিয়ে খেলা শুরু করলেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি ফ্রান্স। বরং ৯ মিনিটে গোল খেয়ে বসে। ডান পাশ দিয়ে লেকির বাড়ানো ক্রসে গোল করে দলকে প্রথম গোল এনে দেন অস্ট্রেলিয়াকে মিডফিল্ডার ক্রেইগ গুডউইন।
গোল খাওয়ার পর মুহুর্মুহু আক্রমণে অস্ট্রেলিয়ার রক্ষণভাগে ঝড় তুলেন এমবাপ্পে, গ্রিজম্যান, দেম্বেলেরা। এর ফলে ২৭তম মিনিটে দারুণ হেডে গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান রাবিও। এর দুই মিনিট পরে ব্যবধানটা দিগুণ করেন জিরু। ফলে মাত্র পাঁচ মিনিটে দুই গোল খেয়ে বসলে ব্যাকফুটে চলে যায় অজিরা। এরপরে আর কোনও গোল না হলেও ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসিরা।
বিরতির পরও আগ্রাসীর পরিমাণ আরও বাড়িয়ে দেয় ফ্রান্স। এর ফলে দারুণ কিছু গোল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েও অজিদের রক্ষণভাগের খেলোয়াড়দের বদৌলতে তা আটকে যায়। ৬৯ মিনিটে ফ্রান্সের হয়ে কাতার বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন এমবাপ্পে। দেম্বেলের দারুণ ক্রস থেকে গোল করেন তিনি। এই গোলের রেশ কাটতে না কাটতেই ৭২ মিনিটে আবারও গোল পায় ফ্রান্সের। ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন অলিভার জিরু। সেই সঙ্গে হয়ে যান ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচের গোলদাতা। ৫১ গোল করে জিরু এবং থিয়েরি অরি দুজনই শীর্ষে অবস্থান করছেন।
খেলার বাকি সময়ে আর কোনও গোল না হলেও শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে গতবারের চ্যাম্পিয়নরা।
এসআইএইস