ডেনমার্ককে রুখে দিয়ে তিউনিশিয়ার চমক
শক্তি-সামর্থ্যে এগিয়ে ছিল ডেনমার্ক। সেই তুলনায় পিছিয়ে ছিল তিউনিশিয়া। তবে মাঠের লড়াইটা হলো প্রায় সমানে সমান। গোলের দেখা পেল না কোনো দল। চলমান বিশ্বকাপে দেখা মিলল প্রথম গোলশূন্য ম্যাচ। 'সি' গ্রুপের ম্যাচে মঙ্গলবার (২২ নভেম্বর) পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে ডেনমার্ক ও তিউনিশিয়া।
মাঠের লড়াইটা হয়েছে প্রায় সমানে সমান। ১১ মিনিটে বিপদে পড়তে যাচ্ছিল ডেনমার্ক। তিউনিসিয়ার মোহামেদ দ্রাগারের শট ডেনিশ ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্তেনসেনের গায়ে লেগে পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।
২৪ মিনিটে ডেনমার্কের জালে বল ঢুকিয়েছিলেন তিউনিশিয়ার ইসাম জেবালি। তবে কপাল খারাপ। গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। ৩৪ মিনিটে পিয়া-এমিলের শট রুখে দেন তিউনিসিয়ার গোলরক্ষক আয়মান দাহমান।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ড্যামসগার্ডের গোলের পর উল্লাসে মেতেছিল ডেনমার্ক। সেই গোলটিও বাতিল হয় অফসাইডের কারণে। এরপর আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে। সুযোগ হয় গোলের, কিন্তু কাজে লাগাতে পারেনি কোনো দলই। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে।
তিউনিশিয়ার গোলপোস্টে ডেনমার্ক শট নেয় ১১টি, এর মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১৩ শটের মধ্যে ডেনমার্কের গোলে মাত্র একটি শট রাখতে পেরেছিল তিউনিশিয়া।
এসজি