৩৬-এ থামল আর্জেন্টিনা
আর মাত্র একটি ম্যাচে হার এড়াতে পারলেই রেকর্ড চূড়ায় থাকা ইতালিকে স্পর্শ করতে পারত আর্জেন্টিনা। সেই সুযোগটা মেসিদের ছিল সৌদি আরবের ম্যাচেই। কিন্তু বিধিবাম। হট ফেবারিটের তকমা নিয়েও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদির কাছে হেরে গেছে আর্জেন্টিনা। আর তাতেই থামল আর্জেন্টিনার অপরাজিত থাকার পথচলা।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ইতালির। আর্জেন্টিনা থামল ৩৬ ম্যাচে এসে। ৩৭তম ম্যাচে হজম করল তিক্ত হার। যে হারে বিশ্বকাপ মিশন শুরু হলো মেসিদের।
২০১৯ সাল থেকে আর্জেন্টিনার শুরু হয় এই অপরাজিত থাকার পথচলা। একে একে খেলে ফেলে অনেক ম্যাচ। কাতার বিশ্বকাপের আগে আরব আমিরাতের বিরুদ্ধে ৫-০ গোলের বড় জয়ে ইতালির ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল দলটি। সবার ধারণা ছিল, বিশ্বকাপেই ইতালিকে টপকে যাবে আর্জেন্টিনা।
সে আশায় গুড়ে বালি। অপেক্ষাকৃত দুর্বল দল সৌদির কাছে ভালো খেলেও হেরেছে আর্জেন্টিনা। মেসির গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত দুই গোল দিয়ে শেষ হাসি হাসে সৌদি।
২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়েছিল ইতালি। আগের রেকর্ডটি ছিল ব্রাজিলের ৩৫ ম্যাচ (১৯৯৩-১৯৯৬)। ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৩৫ ম্যাচ অপরাজিত থেকে ব্রাজিলকে স্পর্শ করে স্পেন।
এমএমএ/