সৌদি আরবের হুংকার: আমরা পিকনিকে আসিনি
এবারের বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপে লড়তে হবে মেক্সিকো-পোল্যান্ডের সঙ্গেও। কঠিন তিন অগ্নিপরীক্ষা সামলাতে পারবে সৌদি আরব নাকি ঠাঁই হবে টেবিলের তলানিতে? দলটিকে নিয়ে এমন ভাবনাই ভর করেছে সবার মাঝে। হয়ত এজন্যই বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে হুংকার দিলেন হার্ভে রেনার্ড। সৌদি আরব কোচ বলেছেন, ‘আমরা পিকনিকে আসিনি।’
আজ বিকাল ৪টায় (বাংলাদেশ সময়) লুসাইল আকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে সৌদি আরব। এই ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ শুরু করবে দুই দল। তার আগে, মঙ্গলবার সংবাদ সম্মেলনে হাজির হয়ে রেনার্ড জানান, সমস্ত সৌদিকে দল নিয়ে গর্বিত করার জন্য লড়াই করতে এসেছে দেশটির জাতীয় ফুটবল দল।
সৌদির ফরাসি কোচের ভাষ্য ছিল ঠিক এমন, ‘আমরা পিকনিকে আসিনি, আমাদের এই টুর্নামেন্টে সর্বোচ্চ পর্যায়ে থাকতে হবে এবং অবশ্যই সৌদিদের তাদের দল নিয়ে গর্বিত করতে হবে। এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যা আমরা লালন করি।’
রেনার্ড সৌদির ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ‘অনুপ্রেরণদায়ক এবং উৎসাহজনক’ কথারও প্রশংসা করেছেন।
কোচের সংবাদ সম্মেলনে যখন আর্জেন্টিনার বিপক্ষে কঠিন ম্যাচের প্রসঙ্গ উঠে আসে, তখন রেনার্ড বলেন, ‘আমরা জানি বিশ্বকাপ কতটা কঠিন এবং ম্যাচগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের যথেষ্ট উৎসাহ ও অনুপ্রেরণা রয়েছে। আমরা টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম করেছি।’
আজ আর্জেন্টিনা ম্যাচে লড়াইয়ের বার্তা দিয়েছেন সৌদি কোচ, ‘আমরা ঠিক জানি যে কার সঙ্গে খেলব। ম্যাচটিকে ভালোভাবে মনোযোগ দিতে হবে এবং আমাদের লড়াকু মনোভাব রয়েছে, যা মাঠে প্রতিফলিত হবে।’
আরএ/