আমাদের প্রস্তুতি সম্পন্ন: থিয়াগো সিলভা
বিশ্বকাপের একদিন আগে, চেলসি খেলোয়াড়দের তাদের বিশ্বকাপের স্মৃতি নিয়ে স্বাক্ষাৎকারের অংশ হিসেবে ব্রাজিলের অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার থিয়াগো সিলভার মুখোমুখি; তখন তিনি তার বিশ্বকাপে কী অর্জন করতে চান জানিয়েছেন।
বিশ্বের সবচেয়ে ভালো দল, ফুটবলে সেরা মাতৃভূমি ব্রাজিলকে বিশ্বকাপে চারবার প্রতিনিধিত্ব করেছেন তাদের অন্যতম সেরা খেলোয়াড় থিয়াগো সিলভা। একজন সেলসাও হিসেবে তিনি ব্রাজিল দলের অধিনায়কত্ব করছেন ও ২০ বছরের মধ্যে তাদের প্রথম বিশ্বকাপটি জেতার জন্য উন্মত্ত হয়ে রয়েছেন।
এখন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ও নিঁখুত ডিফেন্ডারদের একজন থিয়াগো সিলভার বয়স ৩৮। তিনি নিজেও জানেন, হয়তো তাদের সবচেয়ে বড় ট্রফিটি জয়ের এই তার শেষ সুযোগ। সবচেয়ে ভালো একটি দলের অধিনায়ক তিনি, হয়তো সবার সেরাও; অসামান্য প্রতিভায় সজ্জিত, তাদের নিয়ে আশাবাদও তুঙ্গে যে, আগের পাঁচটি বিশ্বকাপের পর নতুনটির জয়মাল্য পরবেন তারা। ফলে থিয়াগোর জীবনের প্রথম স্বর্ণ ট্রফির দেখা মিলবে। তিনি আলোচনায় এসেছেন-
আপনার প্রথম বিশ্বকাপের স্মৃতি বলবেন কী?
১৯৯৪ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রে, আমরা জয়ী হয়েছি। এ একটি অসাধারণ ভালো স্মৃতি। তখন আমার বয়স ১০ বছর। আমার বন্ধুদের নিয়ে বাসায় (রাজধানী রিও জি জেনিরোর পশ্চিম অংশের সবচেয়ে বড় শহরতলী ক্যাম্প্যু গ্রাঞ্জিতে তার বাড়ি) আমি বিশ্বকাপ খেলাগুলো দেখেছি। তবে পেনাল্টিগুলোতে যাওয়ার সময় সামান্য কঠিন ছিল দেখা। সেটি এত উত্তেজনার ছিল। আবার সৌভাগ্যবশত তা ভালোভাবে সম্পন্ন হয়েছে। সব স্মৃতির ওপরে আমার মনে পড়ে, বাজ্জোর (ইতালির বিশ্বখ্যাত ফরোয়ার্ড) নেওয়া শেষ পেনাল্টিটি। তিনি সেটি ওপর দিয়ে মারলেন ও আমাদের চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা তৈরি করে দিলেন। তার জন্য সেটি আকস্মিক বিপত্তিমূলক ছিল অবশ্যই, তবে আমাদের জন্য ছিল তা সত্যিকারের নির্বাচন।
স্মরণীয় বিশ্বকাপের স্মৃতি নিয়ে বলবেন কি?
আমার মনে চমৎকার স্মৃতি হিসেবে আসে, ১৯৯৪ সালেরই ব্রাজিল বনাম নেদারল্যান্ডসের খেলার স্মৃতিটি এবং ব্রাঙ্কোর সেই ফ্রি-কিকটি। ব্রাঙ্কো (ক্লাওজো ইব্রাহিম ভার্জ লেআও পুরো নাম, ব্রাজিলের বিশ্বখ্যাত লেফট ব্যাক) খুব দূর থেকে বলটিকে হিট করলেন যথেষ্ট বাঁক মিশিয়ে। একেবারে রোমারিও’র (ব্রাজিলের ১৯৯৪ সালের বিশ্বকাপের নায়ক) কাছ চলে এলো। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার এবং ফর্মের সেরা সময়ে থাকা রোমারিও যাতে বলটি তাকে অঘাত না করে সেজন্য জায়গা থেকে সামান্য সরে গেলেন। সামান্যভাবেও যদি তাকে আঘাত করতো, তাহলে উপর দিয়ে চলে যেত বলটি। আমার জন্য অবিশ্বাস্য স্মৃতি ছিল, যে কৌশলে বলটিকে ব্রাঙ্কো বলটিকে কিক করলেন। তিনি কোথায় বলটিকে আঘাত করলেন, কীভাবে বলের গতিপথ নির্ধারণ করে দিলেন জালকে আঘাত করার জন্য।
আপনার প্রিয় বিশ্বকাপের গান কী?
সত্যি কথা বলতে, আমি কোনোদিনও এর প্রতি মনোযোগ দেইনি। তবে ওয়াকা, ওয়াকা (দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে লাতিন সুপারস্টার শাকিরার অফিশিয়াল থিম সং) একটি গান, যেটি বিশ্বকাপের সুন্দর স্মৃতিতে আমাকে ফিরিয়ে নিয়ে যায়।
প্রিয় বিশ্বকাপ উপকরণ কী?
অবশ্যই তা ব্রাজিল থেকে প্রাপ্য। আমি আসলেই পছন্দ করেছি ২০০২ সালের বিশ্বকাপে আমরা যে উপকরণগুলো ব্যবহার করেছি। সেবার আমরা চ্যাম্পিয়নও হয়েছি। সামান্য আশ্চর্য বিষয়ও আছে যে, সেবার প্রায় দুটি পূর্ণ উপকরণ আমাদের দেওয়া হয়েছে, একটির মধ্যে আরেকটি। আমার পরিস্কার মনে আছে যে, এডমিলসন তার টি-শার্টটি পরিবর্তন করতে চাইছে, ফাইনালে যখন ছিঁড়ে গেল। সে আরেকটি শার্ট পরতে চেষ্টা করেছে, তবে সেটি ফিট করেনি। ফলে তার সেটি পরতে কষ্ট হচ্ছিল। তবে নান্দনিকভাবে একটি ভালো শার্ট ছিল।
কোন স্টোডিয়ামে আপনার বিশ্বকাপের ফাইনাল খেলতে ভালো লেগেছে?
আমি এর আগে কোনোদিনও এই বিষয়ে ভাবিনি। কেউই কোনোদিন আমাকে জিজ্ঞেস করেনি। তবে যে স্টেডিয়ামটি আমার মাথায় এলো, সেটি খুব বড় বলে, খুব বিশেষ বলে। সেটি সান সিরো (ইতালির মিলান জেলার এসি মিলান ও ইন্টার মিলানের নিজস্ব স্টেডিয়াম)। আসলেই একটি দারুণ স্টেডিয়াম ও এই ধরণের খেলা করার জন্য অবশ্যই যথেষ্ট বড়।
আগের তিনটি বিশ্বকাপে অংশগ্রহণ থেকে আপনি কী শিখেছেন?
আমি যথেষ্ট শিখেছি। সেগুলোর সব মুহূর্ত ভালো ছিল না। সবকিছুর বাইরে যা শিখেছি-একটি বিশ্বকাপ কত দ্রুত হয়। যদি আপনি মনোযোগী না হন, মুহূর্তটি চলে যেতে পারেন ও আপনি একটি শূণ্যস্থান তৈরি বা একটি ভুল করে ফেলতে পারেন। আমি খুঁজে বের করেছি, নির্দিষ্ট অবস্থাগুলোর প্রতিটিতে আপনাকে দ্রুততর গতিতে সাড়া দিতে হবে। আপনি এমনকি ৫ বা ১০ মিনিটও অপেক্ষা করেন, হতে পারে, পরিস্থিতিটিকে আপনি হয়তো আর পুনরুদ্ধার করতে পারবেন না।
এই বিশ্বকাপে সাধারণ হিসাবের চেয়ে অনেক কম সময় থাকছে?
চেলসির শেষ খেলাটি হয়েছে ১২ নভেম্বর, আমরা আমাদের দলের সদস্যদের সঙ্গে যুক্ত হয়েছি ১৪ নভেস্বর ও প্রথম খেলাটি হয়েছে ২৪ নভেস্বর। এই ১০ দিনই ছিল প্রস্তুতির জন্য। এর আগের যে তিনটি বিশ্বকাপে আমি খেলেছি, প্রতিটিতে ১ মাসের জন্য প্রস্তুতিকাল ছিল। আমার জন্য তা ছিল যথেষ্ট আর এখন সেটি খুব দ্রুত হলো। তবে ভালো বিষয়টি হলো যে, আমরা এর মধ্যে দলের মধ্যেও ভালো ফর্মে আছি, যে দলটি একসঙ্গে চারটি বছর ধরে খেলছে। আমরা প্রস্তুত, আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
অনেকের কাছে ব্রাজিল ফেবারিট (সমাদৃত)’দের মধ্যে সেরা। আপনার প্রত্যাশাগুলো কী?
আমাদের প্রত্যাশাগুলোর একটি, ভালো বিশ্বকাপ সম্পন্ন করা। আমরা ভালো খেলছি, ভালোভাবে তো বটেই, আমাদের ভালো ফলাফল আছে অত্যন্ত উচ্চমানের পারফরমেন্সসহ। তা আমাদের সেই প্রশান্তিটি প্রদান করেছে যে, নিশ্চিতভাবে আমরা সঠিক পথে রয়েছি। আপনি কখনো বলতে পারবেন না আপনি জয় করতে যাচ্ছেন। সেটি আপনার পরিকল্পনাকেই উল্টো বিপদে ফেলবে। এখানে প্রয়োজন একের পর একটি ম্যাচ খেলে যাওয়া ও আপনি যেখানে আছেন, সেই পরিস্থিতিটিতে অনুভব করতে পারা, আত্মবিশ্বাস গ্রহণ ও নিয়মিত খেলা। বিশ্বকাপটি কখনো সহজ নয়, তবে আমাদের একটি বড় সুযোগ আছে। কেননা আমাদের বড় খেলোয়াড়রা রয়েছেন।
অনুবাদ:ওমর শাহেদ