কাতারকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইকুয়েডরের
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে হারিয়ে মিশন শুরু করেছে ইকুয়েডর। রবিবার (২০ নভেম্বর) রাতে আল বায়েত স্টেডিয়ামে স্বাগতিকদের ২-০ গোলে হারায় লাতিন আমেরিকার দলটি। ইকুয়েডরের হয়ে দুটি গোলই করেন ভ্যালেন্সিয়া।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইকুয়েডর। ৫ মিনিটে প্রথম গোলের দেখাও পেয়ে গিয়েছিল দলটি। গোলটি করেন দলের তারকা স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়া। তবে পরে গোলটি বাতিল হয় অফসাইডের কারণে।
১৬ মিনিটে লিড নেয় ইকুয়েডর। নিজেদের বক্সে ভ্যালেন্সিয়াকে ফাউল করেন কাতার গোলরক্ষক আল শেব। পেনাল্টির বাশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোলটি করেন ভ্যালেন্সিয়া। ৩১ মিনিটে স্কোর লাইন ২-০ করে ইকুয়েডর। প্রেসিয়াডোর পাসে দারুণ হেডে কাতারের জাল কাঁপান ভ্যালেন্সিয়া। এর মিনিট দুয়েক পর প্রথম আক্রমণে যায় কাতার। কিন্তু হাসানের শট চলে যায় গোলবারের অনেক বাইরে দিয়ে।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রায় গোলের দেখা পাচ্ছিল কাতার। তবে আলি হায়দোমসের দারুণ ক্রসে হেড করেছিলেন আলমোয়েজ আলী। তবে তা চলে যায় পোস্টের বাইরে দিয়ে। হতাশ কাতার শিবির।
দ্বিতীয়ার্ধে বেশকটি গোলের সুযোগ নষ্ট করে ইকুয়েডর। মাঝে মধ্যে পাল্টা আক্রমণের চমক দেখিয়েছিল স্বাগতিক কাতারও। দুটি সুবর্ন গোলের সুযোগ মিস করে তারা। শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে ইকুয়েডর।
/এএস