রানার্সআপ ক্রোয়েশিয়ার হুমকি
গত রাশিয়া বিশ্বকাপে অনেকটা চমক দেখিয়ে ফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। কিন্তু শেষ হাসি হাসে ফ্রান্স। ফাইনালে ৪-২ গোলে হেরে যায় ক্রোয়াটরা।
রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ এবার কাতারে হট ফেবারিটের তালিকায় থাকার কথা ছিল। কিন্তু দলটিকে নিয়ে তেমন আলোচনা নেই। আর তাই নিজেদেরকে আন্ডারডগ হিসেবে মানছেন লুকা মডরিচরা। এখান থেকেই রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন তারা।
দলের স্ট্রাইকার ব্রুনো পেটকোভিচ যেমনটা বলেছেন, ‘আমরা যেমন ভবিষ্যদ্বাণী নিয়ে চিন্তুা করি না, তেমনি বাড়তি কোনো চাপও নিতে চাই না। আমরা সেগুলো পড়িও না, শুনিও না। আমাদের শুধু ধাপে ধাপে এগুতে হবে। আমাদের নিজস্ব একটি লক্ষ্য আছে এবং সেদিকেই আমাদের মনোযোগ। দিন শেষে দেখতে চাই আমরা সঠিক ছিলাম, নাকি ভবিষ্যদ্বাণী।
সতীর্থ ফরোয়ার্ড মার্কো লিভায়ার মন্তব্যও অনেকটা একই। তিনি বলেন, ‘আমি মনে করি রাশিয়ার পুনরাবৃত্তি ঘটানোর মতো ভালো সুযোগ আমাদের আছে।’
‘এফ’ গ্রুপে আগামী বুধবার (২৩ নভেম্বর) মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ক্রোয়েশিয়া। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ কানাডা ও বেলজিয়াম।
এসজি