‘পিকচার অব দ্য সেঞ্চুরি’
সময়ের দুই সেরা খেলোয়াড় মেসি ও রোনালদো। কে সেরা মেসি না রোনালদো? এ নিয়ে তর্কের শেষ ছিল না। ব্যালন ডি'অর পুরস্কার লড়াইয়েও দুইজন শামিল হন সমানভাবে। বর্তমানে অবশ্য এখানে ভাগ বসিয়েছেন অন্যরা। তাই বলে দুজনের শ্রেষ্ঠত্বের ঘাটতি পড়েনি কিন্তু সেভাবে। কাতার বিশ্বকাপেও দুজনের দিকে সবার দৃষ্টি অন্য সবার চেয়ে একটু বেশি।
দুজনেরই এবার শেষ বিশ্বকাপ। ক্লাব ফুটবলে নিজ নিজ দলকে দুজনেই নিজেদের শ্রেষ্ঠত্ব বিলিয়ে দিয়ে অনেক অনেক শিরোপা এনে দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের মুকুট একবারও জিততে পারেননি। এবারও একজনকে রিক্ত হস্তে বিদায় নিতে হবে। আবার দুজনের ক্ষেত্রে এমন ঘটতে পারে। এই দুইজন এবার মাঠে নামার আগেই ভিন্নভাবে সবার নজর কেড়েছেন।
৩২ দলের কাতার বিশ্বকাপের পর্দা উঠছে আজ বাংলাদেশ সময় রাত ১০টায়। মুখোমুখি হবে কাতার ও ইকুয়েডর। তার আগে শনিবার রাতে প্রায় কাছাকাছি সময়ে মেসি রোনালদো দুজনেই একই রকম ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে মেসি ও রোনালদো দুজনেই মুখোমুখি বসে আছেন। দাবা খেলায় গভীরভাবে মগ্ন। তবে তারা কোন দাবা বোর্ডে খেলছিলেন না। দাবার বোর্ডের মতনই ডিজাইন করা একটি স্যুটকেসের উপর খেলছিলেন দাবা। এখানেও আবার কিন্তু আছে। আসলেই তারা দাবা খেলছিলেন না। বিখ্যাত ফরাসি ফ্যাশন হাউজ লুইস ভিটনের একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন। এটি মূলত চামড়ার তৈরি ব্যাগ, জুতা অলংকার ও অন্যান্য সামগ্রীর জন্য বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি পেয়েছে।
দুজনের এই সাড়া জাগানো ছবিটি তুলেছেন আমেরিকার বিখ্যাত ফটোগ্রাফার এনি লেভিবোতন। তিনি এর আগে পেলে, ম্যারাডোনা, জিদানকে নিয়ে একসঙ্গে বিজ্ঞাপন বানিয়ে চমক দেখিয়েছিলেন। তবে সেই তিন জন ছিলেন তিন সময়ের। রোনালদো-মেসি এখনো খেলছেন এবং এই সময়ে দুজনকে একত্রে নিয়ে বিজ্ঞাপন বানানো সহজ কাজ ছিল না। যে কারণে এই ছবিটিকে কেউ কেউ বলছেন ‘পিকচার অব দ্য সেঞ্চুরি’।
এমপি/আরএ/