বিশ্বকাপ জিতলে অবসরে যাবেন রোনালদো
কাতার বিশ্বকাপে পর্তুগালের জেতার সম্ভাবনা কতটুকু। অতীত রেকর্ড কী বলে? বিশ্বকাপ ফুটবলে ফাইনালে উঠারই কোনো রেকর্ড নেই পর্তুগালের। সর্বোচ্চ সাফল্য তৃতীয় স্থান, সেটিও ১৯৬৬ বিশ্বকাপে ইউসেবিওর কল্যাণে।
ক্রিশ্চিয়ানো রোনালদোর অভিষেক ২০০৬ বিশ্বকাপে। সেবার সেমিতে উঠেছিল পর্তুগাল। কিন্তু বিদায় নিতে হয় শেষ চার থেকে। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায়। পরেরবার ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বই পার হতে পারেনি রোনালদোরা। গত রাশিয়া বিশ্বকাপে নক আউট পর্বে গেলেও কোয়ার্টার ফাইনাল থেকেছে অস্পর্শ। সেই দল এবার বিশ্বকাপ জিততে পারে, এমন বাজি ধরার লোক কমই আছে।
ক্লাব ফুটবলে কাড়ি কাড়ি শিরোপা জিতলেও বিশ্বকাপে হিসেবের খাতাটা শূন্য ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য। ইউরো জিতলেও সিআরসেভেনের চোখটা তাই বিশ্বকাপের দিকে।
এবার তাই মাঠে নামার আগেই ঘোষণা দিয়েছেন, কাতার বিশ্বকাপ জিততে পারলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন রোনালদো। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো পরিষ্কার করেই বলেছেন, ‘হ্যাঁ, বিশ্বকাপ জিতলে ১০০ পারসেন্ট আমি অবসর নিব।’
নিজের শেষ বিশ্বকাপ উল্লেখ করে রোনালদো বলেন, ‘সম্ভবত এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি জানি না, বিশ্বকাপের পর কী হবে। তবে আগেও বলেছি এবং আবারও বলব সমর্থকরা সব সময় আমার হৃদয়ে থাকবে। আমি ফিরে আসি বা না ফিরে আসি আশা করি তারা আমার পাশে থাকবেন।’
এসজি