শেষ পর্যন্ত আর্জেন্টিনা দলে দুইটি পরিবর্তন
বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে ৫-০ গোলে জেতার পর আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি দলে পরিবর্তনের যে আভাস দিয়েছিলেন শেষ পর্যন্ত তাই সত্য প্রমাণিত হয়েছে। দলে পরিবর্তন আনা হয়েছে দুটি। ইনজুরির কারণে ছিটকে গেছেন নিকো গনসালেস ও হোয়াকিন কোরেয়া।
তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের আনহেল কোরেয়া ও থিয়াগো আলমাদা। দুজনেই আর্জেন্টিনা ছিলেন। ডাক পাওয়ার পর কাতারের উদ্দেশে রওনা দিয়েছেন।
দুই খেলোয়াড় দল থেকে বাদ পড়ার কারণ জানিয়ে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়েছে। সেখানে জানানো হয়েছে অনুশীলনের সময় ইনজুরিতে পড়ায় বাদ পড়েছেন গন সালেস তবে হোয়াকিন কী কারণে বাদ পড়েছেন তা অবশ্য জানানো হয়নি বিবৃতিতে।
দলে ডাক পাওয়া দুই খেলোয়াড়ের মাঝে আনহেল কোরেয়া গত বছর কোপা আমেরিকা জয়ী দলের সদস্য ছিলেন তিনি। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে এ বছর ২১ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন চারটি।
আলমাদা এবারই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছিলেন সেপ্টেম্বরে। ডাক পাওয়ার পর হন্ডুরাসের বিপক্ষে একটি ম্যাচ তিনি খেলেছিলেন। ক্লাব ফুটবলে খেলে থাকেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের আটলান্টা ইউনাইটেডে। লিগে তিনি নতুনদের মাঝে সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছে। ২৯ ম্যাচ খেলে গোল করেছেন ছয়টি।
মেসির শেষ বিশ্বকাপে আর্জেন্টিনার মিশন শুরু হবে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে।
এসএন