নাইজেরিয়ার বিপক্ষে আজ খেলবেন না রোনালদো
সবকিছু ঠিক থাকলে তাকে দেখা যেত ম্যাচে। তবে পেটের পীড়া বাধ সেধেছে। ফলে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আজ নাইজেরিয়ার বিরুদ্ধে দেখা যাবে না পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
লিসবনে আজ রাত পৌনে একটায় দুই দলের মুখোমুখি হওয়ার কথা। কিন্তু রোনালদো খেলছেন না বলে জানিয়েছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।
তিনি বলেন, ‘এই (নাইজেরিয়া) ম্যাচের জন্য সে প্রস্তুত নয়। সে পেটের পীড়ায় ভুগছে। অনুশীলনও করছে না, বিশ্রামে আছে। শতভাগ নিশ্চিত আগামী ম্যাচে আমরা তাকে পাচ্ছি না।’ এই ম্যাচের পর কাতারের উদ্দেশে দেশ ছাড়বে পর্তুগাল দল।
কয়েক দিন আগেই এক টিভি সাক্ষাৎকারে নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন রোনালদো। এ প্রসঙ্গে সান্তোস বলেন, যতটুকু জানি, রোনালদো জাতীয় দল নিয়ে কোনো কথা বলেনি। এটা ব্যক্তিগত সাক্ষাৎকার, আমাদের সম্মান করতে হবে। তাকে নিয়ে এত আলোচনার প্রভাব জাতীয় দলে পড়বে না।’
২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের বিশ্বকাপ মিশন। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।
এমএমএ/