কাতারে নভেম্বর-ডিসেম্বরের তাপমাত্রা
বিশ্বকাপ ফুটবল মানেই জুন মাসে শুরু। জুলাই মাসে শেষ। কিন্তু এবারে কাতার বিশ্বকাপে সেখানে এসেছে পরিবর্তন। নভেম্বরের ২০ তারিখ শুরু হয়ে শেষ হবে ডিসেম্বরের ১৮ তারিখ।
এই পরিবর্তনের কারণ আবাহাওয়া। জুন মাসে কাতারে খুবেই গরম থাকে। এই গরমে শীত প্রধান দেশগুলোর পক্ষে খেলা সম্ভব হবে না মনে করে ফিফা সময় পরিবর্তন করে নভেম্বর-ডিসেম্বরে নিয়ে যায়।
নবেম্বর-ডিসেম্বরে সময় নির্ধারণ করতে গিয়ে ফিফা ২০১০ সালের জুলাই মাসে আবাহাওয়া পরিমাপ করে দেখেছিল সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস। যে কারণে ২০১৫ সালে ফিফা নিশ্চিত করে কাতার বিশ্বকাপ শীতকালে অনুষ্ঠিত হবে। গোল ডট কম আজ এক প্রতিবেদনে এই বিষয়টি উল্লেখ করে নভেম্বর ও ডিসেম্বরে কাতারের তাপমাত্রা সর্বোচ্চ কতো ডিগ্রি উঠবে ও সর্বনিম্ন কতো ডিগ্রি থাকবে তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
যেখান দেখা যাচ্ছে নভেম্বরে সর্বোচ্চ তাপমাত্র থাকবে ৩০ ডিগ্রি সেলিসিয়াস, সর্বনিম্ন ২২ ডিগ্রি। গড় তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বরে তাপমাত্রা আরও কমে আসবে। সর্বোচ্চ থাকবে ২৫ ডিগ্রি ও সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। গড় তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি।
এমপি/এমএমএ/