পরিবর্তন আসতে পারে আর্জেন্টিনা দলে!
বিশ্বকাপ ফুটবল মানেই গোটা বিশ্ব বুদ হয়ে থাকা। আর্জেন্টিনা আর ব্রাজিল বলতে ফুটবল বিশ্ব যেন অনেকটাই অজ্ঞান। এই দুই দলের নাড়ি-নক্ষত্র ভক্তরা জানতে ব্যকুল থাকুন।
সব যেন ‘মেমোরি’ কার্ডের মতো জমা থাকতে হবে। বুধবার শেষ প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলে হারিয়ে আর্জেটিইন ভক্তদের অন্তরে স্বস্তি এনে দিয়েছেন মেসি বাহিনী। একদিকে আর্জেন্টিনা আরেকদিকে মেসি এই দুইয়ে বিভোর ভক্তরা। মেসির শেষ বিশ্বকাপে তার হাতে সোনালী রঙের ট্রফিটা দেখার জন্য সবাই উন্মুখ হয়ে আছেন।
আগামী ২২ নভেম্বর সৌদি আরবের সঙ্গে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে আর্জেন্টিনার। কিন্তু এখনো দল চূড়ান্ত করতে পারেননি কোচ লিওনেল স্কালোনি। এটি আর্জেটাইন ভক্তদের জন্য অনেক বড় ধাক্কা আর টেনশনের কারণ। এই চূড়ান্ত করতে না পারার কারণ দলে ইনজুরি সমস্যা।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি দলের পাওলো দিবারাসহ অন্যতম ভরসার ৪ পাত্র ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও তিন ফরোয়ার্ড আলেহান্দ্রো গোমেস, নিকোলাস গনসালেস। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছিলেন।
ফিফার নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর ২৪ ঘন্টা আগ পর্যন্ত খেলোয়াড় পরিবর্তনের সুযোগ আছে। স্কালোনি সেই সুযোগটিই কাজে লাগাতে চান। তবে তা যে তিনি কাজে লাগাবে তা নিশ্চিত করে জানাননি। আভাস দিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের দলে কিছু ইনজুরি সমস্যা আছে। দল চূড়ান্ত করার জন্য আমাদের হাতে এখনো সময় রয়েছে। আমরা পরিবর্তন করতে পারি। সে সম্ভাবনা আছে। তবে আশা করি শেষ পর্যন্ত হয়তো করতে নাও হতে পারে।’
তিনি বলেন, ‘আমাদের দলে কয়েকজন খেলোয়াড় পুরোপুরি সুস্থ নয়। যে কারণে তাদেরকে দলের বাইরে রাখা হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে তারা বাদ পড়বে। আমরা সতর্কতা হিসেবে তাদেরকে বাইরে রেখেছি।’
এমপি/এমএমএ/