যেসব দলকে মিস করবে কাতার বিশ্বকাপ
আসন্ন কাতার বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে ব্যর্থ হয়েছে এমন কিছু দল যাদের রেকর্ড বেশ ভালো। এই তালিকায় আছে সাবেক চ্যাম্পিয়নরাও। এমন সব দলকে এই বিশ্বকাপ মিস করবে তা অনুমেয়।
বাছাইপর্বের বৈতরণী পার হতে পারেনি চারবারের চ্যাম্পিয়ন ইতালি। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে দেখা মিলছে না আজ্জুরিদের। ইতালির মতো আরও কিছু দল আছে যারা কয়েক বিশ্বকাপে খেলেছে। দেখে নেওয়া যাক সেই সব দলকে এক নজরে-
ইতালি (উয়েফা): প্লে-অফে পালেরমোতে নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইতালি। ইতালি খেলতে না পারায় কাতারের দর্শকরা নিঃসন্দেহে মিস করবে ফেডেরিকো চিয়েসা, মার্কো ভেরাত্তি, জর্জিও চিয়েলিনির মতো তারকা ফুটবলারদের।
সুইডেন (উয়েফা): পোল্যান্ডের বিপক্ষে প্লে-অফে পরাজিত হয়ে বিদায় নেয় সুইডেন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল সুইডিশরা। বিশ্বকাপটা হতাশার হয়ে থাকল সুইডেনের তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের।
স্কটল্যান্ড (উয়েফা): বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে ইউক্রেনের কাছে ৩-১ গোলে পরাজিত হয় স্কটল্যান্ড। আর এতেই কাতারে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় তাদের। ১৯৯৮ সালের পর আর বিশ্বকাপে খেলা হয়নি স্কটিশদের।
ইউক্রেন (উয়েফা): বাছাইপর্বের প্লে-অফের ফাইনালে ওয়েলসের কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের। অন্যদিকে এই জয়ে ১৯৫৮ সালের পর প্রথম ফিফা বিশ্বকাপে নাম লেখায় গ্যারেথ বেলের দেশ ওয়েলস।
নাইজেরিয়া (সিএএফ): আফ্রিকান ফুটবলের অন্যতম পরাশক্তি নাইজেরিয়া ঘরের মাঠে ঘানার কাছে পরাজিত হয়ে দুঃখজনকভাবে বিদায় নেয়। এর মাধ্যমে লেস্টার সিটির তিন খেলোয়াড় খেলেচি ইহেনাচো, উইলফ্রিড এনডিডি ও আডেমোলা লুকমান ও নাপোলির ভিক্টর ওশিমেহর মতো তারকারা কাতারে খেলতে পারছেন না।
আলজেরিয়া (সিএএফ): ২০১৯ আফ্রিকান নেশন্স কাপ বিজয়ী আলজেরিয়া এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে ব্যর্থ হয়েছে। এর ফলে ম্যানচেস্টার সিটির উইঙ্গার ও আলজেরিয়ান অধিনায়ক রিয়াদ মাহারেজকে দারুণভাবে মিস করবে দর্শকরা।
মিশর (সিএএফ): মাত্র দুই মাসের মধ্যে দুটি বড় ধাক্কা খায় মিশর। আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে সেনেগালের কাছে পেনাল্টি শুট আউটে পরাজিত হয় তারা। বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে একই প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নেয় মোহাম্মদ সালাহর মিশর।
কলম্বিয়া (কনমেবল): এর আগের দুই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও শেষ ষোলো থেকে বিদায় নেওয়া কলম্বিয়া কাতারের টিকিট পায়নি। লুইস ডিয়াজ, হামেদ রড্রিগুয়েজ, ডেভিসন সানচেজদের মতো তারকা নিয়েও বাছাইপর্বের বাধা পেরুতে পারেনি কলম্বিয়া।
চিলি (কনমেবল): এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল মঞ্চে খেলতে পারছে না চিলি। এ কারণে দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বাধিক গোল করা দুই খেলোয়াড় আলেক্সিস সানচেজ ও আরতুরো ভিদালও কাতারে অনুপস্থিত থাকবেন।
পেরু (কনমেবল): বাছাইপর্বের প্লে-অফে অস্ট্রেলিয়ার কাছে পেনাল্টি শুট আউটে পরাজিত হয়ে কাতারের টিকিট পায়নি লাতিন আমেরিকার দেশ পেরুর।
নিউজিল্যান্ড (ওশেনিয়া): সলোমন আইল্যান্ডের বিপক্ষে জয়ী হয়ে ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছিল অল-হোয়াইটসরা। কিন্তু প্লে-অফে কোস্টাররিকার কাছে পরাজিত হয়ে স্বপ্নভঙ্গ হয় কিউইদের।
এসজি