কাতার পৌঁছেই থ্রি লায়ন্সদের হুংকার
কিছুদিন আগেই শেষ হয়েছে ক্রিকেট বিশ্বকাপ। শিরোপা গেছে ইংল্যান্ডের ঘরে। এখন যখন দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ, তখন ইংলিশদের হাতে আরেকটি শিরোপা দেখছে অনেকে। যাদের মধ্যে রয়েছেন লিওনেল মেসিও। আর্জেন্টাইন জাদুকরের মতে, ফুটবল বিশ্বকাপে শিরোপার শক্ত ভাগিদার ইংল্যান্ড। ফেবারিট তকমা নিয়ে কাতার পৌঁছেই হুংকার দিয়েছে থ্রি লায়ন্সরা।
দোহার কাছে ট্রেনিং ক্যাম্প করবে ইংল্যান্ড। সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ২১ নভেম্বর বিশ্বকাপ মিশন শুরু করবে ১৯৬৬ বিশ্বচ্যাম্পিয়নরা। ‘বি’ গ্রুপে তাদের প্রথম ম্যাচ ইরানের বিপক্ষে। পরের দুই ম্যাচ যুক্তরাষ্ট্র ও ওয়েলসের সঙ্গে। লড়াই শুরুর আগে হ্যারি কেন বলে রাখলেন, ‘সবার মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে। আমরা এখানে (কাতার) আসতে পেরে খুশি এবং অনুশীলনের জন্য মুখিয়ে আছি।’
বুধবার (১৬ নভেম্বর) কাতারে প্রথমবারের মতো অনুশীলনে নামবে থ্রি লায়ন্সরা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গ্যারেথ সাউথগেটের শিষ্যদের মাঠে নামার কথা রয়েছে। তারা গতকাল রাতে (স্থানীয় সময়) কাতারে হোটেলে চেক ইন করেছেন। তার আগে নিজেদের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন কেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো টুর্নামেন্ট জেতা এবং ঘরে ট্রফি নিয়ে আসা।’
ইংল্যান্ড কোচ সাউথগেট হুংকার দিয়েছেন এভাবে, ‘প্রতিটি খেলোয়াড় এবং প্রতিটি কোচের জন্য এটি বিশ্ব ফুটবলের চূড়া, তাই আমরা সত্যিই এই মঞ্চে নিজেদের পরীক্ষা করার জন্য উম্মুখ। আমরা সত্যিই আত্মবিশ্বাসী যে বিশ্বকাপ দল দেশকে গর্বিত করতে পারবে।’
এসজি