কাতার বিশ্বকাপ: বিশেষ পুরস্কার জিতলেন মঙ্গলচন্দ্র
‘ফিফা’র অফিসিয়াল পেমেন্ট সার্ভিস পার্টনার ‘ভিসা’। বিশ্বকাপকে ঘিরে গত ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত বিশ্বজুড়ে চলে ভিসার বিশেষ বিশ্বকাপ প্রচারাভিযান ‘ফিফা কাতার বিশ্বকাপ-২০২২’। এবার এই আয়োজনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে বিশ্বখ্যাত এই পেমেন্ট সার্ভিস প্রতিষ্ঠানটি।
ভিসার এই আয়োজনে বাংলাদেশে সেরা হয়েছেন বরিশালের মঙ্গলচন্দ্র হালদার। তিনি প্রথম হয়ে কাতারে ফিফা বিশ্বকাপের ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি দেখার সুযোগ লাভ করেছেন। কাতারে থাকবেন ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি হওয়া পর্যন্ত। ভিসার বিশ্বকাপ প্রচারণায় বিজয়ী হিসেবে ভিসার পক্ষ থেকে ফিফার সাহায্যে তার সব খরচ বহন করা হবে। কাতার ফাইনালের ফ্লাইট খরচ, থাকা ও খাওয়ার ব্যবস্থা, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকেটসহ আনুষঙ্গিক সব পাবেন। মঙ্গলচন্দ্র দাসকে দেওয়া হয়েছে ‘বিশেষ পাস’।
রাজধানী ঢাকায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ভিসার প্রচারাভিযানের এর পরের ১০ জনকে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্র্যান্ড আউটলেটের শপিং ভাউচার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ‘গেস্ট অব অনার’ ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এম খুরশিদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এসময় ভিসা ও এই কার্ড ব্যবহারকারী দেশের ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘পৃথিবীর প্রায় সব দেশে ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা। আমাদের দেশেও খুব জনপ্রিয়। আসন্ন ফিফা বিশ্বকাপে আমাদের প্রিয় ও বিশ্বসেরা দলগুলোকে বিশ্বকাপের জন্য লড়াই করতে দেখা এবং এই রোমাঞ্চকর লড়াই সারা দেশের ফুটবল ভক্তদের মতো আমিও দেখতে উন্মুখ হয়ে আছি। স্টেডিয়ামে বসে ফিফা বিশ্বকাপ ২০২২’র ফাইনাল ও তৃতীয় স্থানের প্রধান খেলাগুলো দেখার সুযোগ করে দিতে ফ্যানদের জন্য ভিসা’র এই উদ্যোগে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় আমাদের মঙ্গলচন্দ্র হালদারকে আন্তরিক অভিনন্দন। আমি প্রত্যাশা করি, তার কাতার ভ্রমণের অভিজ্ঞতা হবে চমকপ্রদ।’
‘ভিসা’র বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেছেন, ‘ফুটবলের প্রতি এ দেশের মানুষের আবেগ বরাবরই আলাদা। তাই এবারের বিশ্বকাপ ফুটবল আমাদের কার্ডধারী ও ব্যাংক পার্টনারদের কাছে স্মরণীয় করে রাখতে সারা বিশ্বেই আমরা উদ্যোগটি ফিফার সঙ্গে মিলে গ্রহণ করেছি। ২০০৭ সাল থেকে আমরা বিশ্বজুড়ে ফিফা’র বৈশ্বিক অংশীদার হয়ে অফিসিয়াল পেমেন্ট সার্ভিস প্রভাইডারের কাজ করে চলেছি। ভিসা’র কার্ডধারী বাংলাদেশের একজনকে দেশীয় প্রচারে সেরা হিসেবে ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বিজয়ী হিসেবে মঙ্গলচন্দ্র হালদার ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বসে সরাসরি ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করবেন। তিনি আমাদের অতিথি।’
ভিসা-ফিফার প্রচার চলার সময় গ্রাহকরা তাদের ভিসা কার্ডগুলো দেশে ও বিদেশে কেনাকাটার জন্য ব্যবহার করেছেন। পয়েন্ট সংগ্রহ করেছেন। সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনকারী ১১ জনকে ফুটবল দলের মতো করে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ওএফএস