রাতে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ আমিরাত
মাঠ অনুশীলন শেষ। এখন ম্যাচের আবহে প্রস্তুতি পর্বের ইতি টানার পালা। বলা হচ্ছে আর্জেন্টিনা ফুটবল দলের কথা। আলবিসেলেস্তেরা মাঠে নামবে বুধবার (১৬ নভেম্বর) রাতে। প্রতিপক্ষ স্বাগতিক আমিরাত। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি দুই দল।
ফুটবল ইতিহাসে আজই প্রথমবার দেখা হবে আর্জেন্টিনা-আমিরাতের। ফিফা র্যাঙ্কিংয়ে লিওনেল স্কালোনির শিষ্যরা রয়েছে তিনে। আমিরাতের অবস্থান ৭০ নম্বরে। ঐতিহ্য, শক্তি-সামর্থ্যেও দুই দলের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। এক কথায়, বিশ্বকাপের আগে প্রথম এবং একমাত্র প্রস্তুতি ম্যাচে ‘নিরঙ্কুশ’ ফেবারিট আর্জেন্টিনা।
আমিরাতের সঙ্গে ম্যাচ খেলেই কাতারের বিমান ধরবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ আয়োজকদের দেশে মাঠে অনুশীলনেই সীমাবদ্ধ থাকবে তাদের প্রস্তুতি পর্ব, যা শেষে ২২ নভেম্বর সৌদি আরব ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপপর্বে তাদের অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।
গত সেপ্টেম্বরে সবশেষ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ওই প্রীতি ম্যাচে জ্যামাইকাকে ৩-০ গোলে পরাস্ত করে আলবিসেলেস্তেরা। জয় এসেছে সবশেষ ৪ ম্যাচেও। এর মধ্যে (জুনের শুরুতে) রয়েছে ইতালির বিপক্ষে ৩-০ গোলে ফাইনালিসিমা জয়। আর্জেন্টিনার জয়রথ আরও দীর্ঘ সময় ধরে। সবশেষ হারের মুখে দেখেছে ২০১৯ সালে, ব্রাজিলের বিপক্ষে ২-০ গোলে।
টানা ৩৫ ম্যাচে অপরাজেয় থাকায় ফেবারিট হয়েই কাতার যাবে আর্জেন্টিনা, যাদের প্রাণভোমরা লিওনেল মেসি। তবে সুপারস্টারকে আজ বুধবার আমিরাত ম্যাচে দেখা না গেলে অবাক হওয়া যাবে না। দলের সঙ্গে প্রস্তুত হলেও হালকা চোটের কারণে তাকে আপাতত বেঞ্চে বিশ্রামে রাখার ভাবনা ঘুরপাক খাচ্ছে স্কালোনির মাথায়।
আমিরাতে মেসি না খেললে আর্জেন্টিনার আক্রমণভাগ সামলাবেন পাওলো দিবালা, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লাউতারো মার্টিনেজ। মিডফিল্ডে সম্ভাব্য তিন নাম- লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ ও এনজো ফার্নান্দেজ। ডিফেন্সে ভরসা রাখতে পারে লিসান্দ্রো মার্টিনেজের উপর এবং গোলমুখে এমিলিয়ানো মার্টিনেজের থাকার সম্ভাবনাই বেশি।
এসজি