বিশ্বকাপ চলাকালীন যুদ্ধবিরতি চান ফিফা প্রেসিডেন্ট
ফুটবলের সাজে সজ্জিত কাতার। গোটা বিশ্বও। সবার মুখে মুখে এখন বিশ্বকাপের গল্প। বড় এই প্ল্যাটফর্মটাকে শুধু ফুটবলে নয়, বিশ্ববাসীর শান্তির কাজেও লাগাতে চান জিয়ান্নি ইনফ্যান্তিনো। এরই লক্ষ্যে ‘বিশ্বকাপ যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা কারও অজানা নয়। দুই দেশের ধ্বংসযজ্ঞ চলছে এখনো। তাতে ভুগছে বিশ্ব। যেখানে বিশ্বনেতারাও থামাতে পারছেন না এই রক্তক্ষয়ী সংঘর্ষ, সেখানে ফুটবলের জন্য শান্তি চাইলেন ইনফ্যান্তিনো। তার চাওয়া, অনন্ত এক মাসের জন্য যুদ্ধ বিরতিতে যাক রাশিয়া ও ইউক্রেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালি দ্বীপে গ্রুপ অব-২০’র প্রধান অর্থনীতি নেতাদের মধ্যাহ্নভোজের আমন্ত্রিত অতিথি ছিলেন ফিফা প্রেসিডেন্ট। সেখানে ইনফ্যান্তিনো বলেন, ‘আসুন আমরা এই সুযোগটি (বিশ্বকাপ) গ্রহণ করি যাতে আমরা সব দ্বন্দ্বের অবসান ঘটাতে পারি।’
তিনি যোগ করেন, ‘সবার কাছে আমার অনুরোধ বিশ্বকাপ চলাকালীন এক মাসের জন্য অস্থায়ী যুদ্ধবিরতির কথা ভাবুন বা অন্তত কিছু মানবিক বিষয় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অথবা শান্তির প্রথম ধাপ হিসেবে সংলাপ পুনরুদ্ধারের দিকে নিয়ে যেতে পারে এমন কিছুর আগ পর্যন্ত।’
বিশ্বে শান্তি ফিরিয়ে আনার জন্য ইনফ্যান্তিনোর আকুতি ছিল এমন, ‘আপনারা বিশ্বনেতা, ইতিহাসের গতিপথকে প্রভাবিত করার ক্ষমতা আপনাদের আছে। সারা বিশ্বে শান্তি ফেরাতে ফুটবল এবং বিশ্বকাপ আপনাদের ও বিশ্বকে এক অনন্য প্ল্যাটফর্ম দিয়েছে। তাই আসুন সবকিছু করার এই সুযোগটি গ্রহণ করি। আমরা সব দ্বন্দ্বের অবসান ঘটাতে শুরু করতে পারি।’
ইনফ্যান্তিনোর এমন আকুতিতে ভ্লাদিমির পুতিনের মন গলার কথা নয়। কেননা তার দেশকে আন্তর্জাতিক টুর্নামেন্টে নিষিদ্ধ করেই ফুটবলের উৎসব শুরুর অপেক্ষায় ফিফা। ইউক্রেন ফুটবল দল নিষেধাজ্ঞার মুখে পড়েনি। তবে বাছাইপর্বের বাধা পেরুতে পারেনি তারা। যুদ্ধবিধ্বস্ত দুই দেশকে ছাড়াই ২০ নভেম্বর কাতারে মঞ্চস্থ হবে বিশ্বকাপ।
এসজি