রোনালদোকে ছাড়াই ফুলহ্যামের বিপক্ষে ম্যানইউর জয়
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শেষ মুহূর্তে আলেজান্দ্রো গার্নাচোর গোলে স্বাগতিক ফুলহ্যামের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে দলটি।
রবিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ক্রাভেন কটেজে অনুষ্ঠিত এ ম্যাচের ১৪তম মিনিটে ম্যানইউকে এগিয়ে দেন মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। প্রিমিয়ার লিগে ম্যানইউতে যোগ দেয়ার পর এটাই তার প্রথম গোল।
প্রথমার্ধের স্টপেজ সময়ে ব্যবধান আরও বড় করতে পারত ম্যানচেস্টার। যদি ব্রুনো ফার্নান্দেজের বানিয়ে দেওয়া বলটিকে বাইরে মেরে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট না করতেন এরিকসেন।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ৬১তম মিনিটে ফুলহামকে সমতায় ফেরান ড্যানিয়েল জেমস। টম কর্নির কাছ থেকে পাস পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল জড়ান জেমস। এরপরে আরেকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল দুই দলই। যদি ফুলহামের হোয়াও পালহিনহা এবং ম্যানইউর স্কট ম্যাকটিমোনাই গোলের সুযোগ মিস না করতেন।
তবে ম্যাচের শেষদিকে হঠাৎ পরিবর্তন আনেন ম্যানইউ‘র কোচ রালফ র্যাংনিক। ৭২তম মিনিটেই মার্শালের পরিবর্তে মাঠে নামান আলেজান্দ্রো গার্নাচোকে। ১৯ বছর বয়সী এই উদীয়মান ফুটবলার শেষ পর্যন্ত ৯৩তম মিনিটে গোল করে ম্যানইউকে উদ্ধার করেন এবং জয় এনে দেন।
এসআইএইচ